ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

অফিসে সহকর্মীরা যে মিথ্যাগুলো বলে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২১ মার্চ ২০১৯, ১৬:৩১

অফিসে সহকর্মীরা যে মিথ্যাগুলো বলে

অফিসে কিছু চলতি মিথ্যা কথা রয়েছে। যেগুলো প্রায় সব সহকর্মীরাই বলে থাকেন। কখনো অফিস ফাঁকি দেয়ার জন্য, কখনো কাজে ফাঁকি দিয়ে বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য আবার কখনো কোনো কারণ ছাড়াই শুধু অফিস যেতে মন চাইছে না বলে কিছু মিথ্যা বলেন সবাই। দেখুন তো আপনার অফিসে এ রকম চরিত্র আছে কি না?

অফিসে প্রতিদিনই দেরি হচ্ছে। বেশির ভাগ মানুষ সেক্ষেত্রে সহজ কথায় বলেন রাস্তার ট্রাফিকের অবস্থা খুব খারাপ। তার মানে দোষ তার নয়, রাস্তার ট্রাফিকের।

অফিসে প্রায়ই অনেকে বলেন, টাকার জন্য আমি এই কাজ করি না। তবে বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় তিনি সম্পূর্ণ মিথ্যা বলছেন। এমন বলার দুইটি কারণ থাকে। তিনি দেখাতে চান অন্যদের চেয়ে কাজকে বেশি গুরুত্ব দেন বা নিজের বেতনে সে অখুশি।

কাজের সময় একেবারেই ফেসবুক ব্যবহার করি না বা অফিস গ্রুপ ছাড়া মোবাইলে তো হাত দিই না। অফিসের এটা কিন্তু অন্যতম মিথ্যা।

বস কাজের জন্য তাড়া দিলে বেশির ভাগ মানুষই ছোট একটা মিথ্যা বলেন কম্পিউটার হ্যাং হয়ে গিয়েছে। এতে কাজ গোছানোর কিছুটা সময়ও হাতে পাওয়া যায়।

এমন কোনো অফিস নেই যেখানে অফিস রাজনীতি পাওয়া যায় না। কিন্তু সবাই বলেন আমি অফিসে কোনো পলিটিক্সে নেই।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত