ঢাকা, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪০ মিনিট আগে
শিরোনাম

মাস্ক ছাড়া বইমেলায় প্রবেশ নয়

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২১, ১৭:২৫

মাস্ক ছাড়া বইমেলায় প্রবেশ নয়
ফাইল ছবি

এবার করোনার কারণে যথাসময়ে শুরু হয়নি অমর একুশে বইমেলা। তবে চলতি মাসের ১৮ তারিখ থেকে এ মেলা শুরু হবার কথা রয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই অমর একুশে বইমেলা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার প্রস্তুতি পরিদর্শনকালে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি জানান, করোনা প্রতিরোধে এবারের মেলায় আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্বাস্থ্যবিধি নিশ্চিত করা। মাস্ক পরিধান ছাড়া কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। একই সঙ্গে আমাদের ভ্রাম্যমাণ টিম নজরদারিতে থাকবে। আমরা মেলার প্রতিটি প্রবেশপথে স্যানিটাইজারের ব্যবস্থা রেখেছি।

অন্যান্য বছরের তুলনায় এবার বিশাল পরিসরে মেলা অনুষ্ঠিত হবে। প্রস্তুত হচ্ছে প্রায় ১৫ লাখ বর্গফুট এলাকা। গত বছর আট লাখ বর্গফুট জায়গা নিয়ে মেলার আয়োজন করা হয়েছিল। মেলায় ঝড়বৃষ্টি থেকে বাঁচতে ৪টি আশ্রয় কেন্দ্রও প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বাঙালি লেখক-পাঠক-প্রকাশকের প্রাণের এ উৎসব আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলবে। এতে ৫২২টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে বলে জানিয়েছে বাংলা একাডেমির পরিচালক ও মেলা আয়োজক কমিটির সদস্য সচিব জালাল আহমেদ।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত