ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ফটোস্টোরি: বকশীবাজারে কলেজছাত্রীদের বিক্ষোভ

  ইলিয়াস সাজু , ফটো করেসপন্ডেন্ট

প্রকাশ : ২১ নভেম্বর ২০২১, ২০:৩২  
আপডেট :
 ২১ নভেম্বর ২০২১, ২০:৪৯

ফটোস্টোরি: বকশীবাজারে কলেজছাত্রীদের বিক্ষোভ
ছবি: ইলিয়াস সাজু

ধর্ষণের হুমকির বিচার ও হাফ পাস ভাড়ার দাবিতে রোববার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের কয়েকশ শিক্ষার্থী মিছিল নিয়ে বকশীবাজার মোড়ে রাস্তা আটকে অবস্থান নেন। পরে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে গিয়ে একত্বতা প্রকাশ করে।

সকাল সোয়া ১১টার সময় বকশীবাজার মোড়ে শিক্ষার্থীদের অবরোধ চলছিল। অবরোধের কারণে চানখাঁরপুল থেকে বকশীবাজার এবং বকশীবাজার, ঢাকা শিক্ষা বোর্ড ও বুয়েট অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। হাফ ভাড়া নিয়ে তর্কের এক পর্যায়ে ‘ঠিকানা এক্সপ্রেস লিমিটেড’র একটি বাসের হেলপার ওই শিক্ষার্থীকে হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগকারী ওই শিক্ষার্থী জানান, শনিবার সকাল ৮টার দিকে শনির আখড়া থেকে ক্যাম্পাসে রওনা হই ‘ঠিকানা’ পরিবহনের একটি বাসে। যাত্রাবাড়ী ফ্লাইওভার পার হওয়ার পর হেলপার আমার কাছে ভাড়া চাইলে ২০ টাকার নোট দিই। বাকি ১০ টাকা ফেরত চাইলে আমাকে ৫ টাকা ফেরত দেয়। স্টুডেন্ট বলায় তিনি আরও ক্ষিপ্ত হয়ে যান এবং এক পর্যায়ে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং ধর্ষণ করার হুমকি দেয়।

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের কয়েক শ’শিক্ষার্থী বকশীবাজার মোড়ে রাস্তা আটকে অবস্থান নেন

শিক্ষার্থীরা বকশীবাজার মোড়ে সড়ক আটকে বিক্ষোভ করে

শিক্ষার্থীরা কাগজে বিভিন্ন ছবি আঁকিয়ে প্রতিবাদ জানান

শিক্ষার্থী বকশীবাজার মোড়ে সড়কের উপর বসে বিক্ষোভ করে

এক শিক্ষার্থী “হাফ ভাড়া দেয়ায় কলেজ ছাত্রীকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি’ পোষ্টার হাতে প্রতিবাদ জানায়

এক শিক্ষার্থী হাতে “হাফ পাশ ভিক্ষা না আমাদের অধিকার’ পোষ্টার হাতে প্রতিবাদ জানায়

এক শিক্ষার্থী বকশীবাজার মোড়ে অবরোধ কর্মসূচিতে শ্লোগান দিচ্ছে

অবরোধ কর্মসূচিতে চলাকালে এক শিক্ষার্থী অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেয়া হচ্ছে

বাংলাদেশ জার্নাল/এএম

  • সর্বশেষ
  • পঠিত