ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

উত্তর আধুনিক সাহিত্য আড্ডা শুক্রবার

  শিল্প-সাহিত্য ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২২, ২২:৫২

উত্তর আধুনিক সাহিত্য আড্ডা শুক্রবার

উত্তর আধুনিক সাহিত্য আন্দোলন, ঢাকা আয়োজিত অনন্য ও শিকড়ায়ন বাংলাদেশ’র সহযোগিতায় আগামী ২৮ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজধানীর কাটাবন সংলগ্ন ‘কবিতা ক্যাফে’তে অনুষ্ঠিত হবে উত্তর আধুনিক সাহিত্য আড্ডা।

কবি ও সাংবাদিক শান্তা মারিয়ার ‘শিল্প সাহিত্যে পাশ্চাত্যের আঁচল ধরা’ প্রসঙ্গে উত্তর আধুনিক ভাবনা বিষয়ে মূল আলোচনা করবেন কথাকার ও সম্পাদক নাহিদা আশরাফী।

অনুষ্ঠানে গুচ্ছ কবিতা পাঠ করবেন সৈয়দ তারিক, মহিবুর রহিম ও জাহানারা পারভীন। এছাড়া ময়মনসিংহ গীতিকার বিভিন্ন চরিত্রের উত্তর আধুনিক রূপায়নে সিরিজ কবিতা পাঠ করবেন শাহীন রিজভী।

কবিতা ভাবনা ও কবিতা পাঠ করবেন সৈয়দ ওয়ালী, শাহীন আল মামুন, সৌম্য সালেক, পলিয়ার ওয়াহিদ, মঈন মুনতাসীর, সানাউল্লাহ সাগর, শাদমান শাহিদ, মাসুম মুনাওয়ার, শব্দনীল, হেলাল উদ্দিন হৃদয়, সালমা আকতার, বিপ্রতীপ মোস্তাক, আহমেদ তোফায়েল, সাবিহা ইসলামসহ আরও অনেকে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন কবি, কথাসাহিত্যিক ও উত্তর আধুনিক চিন্তক নোমান প্রধান। অনুষ্ঠানের শেষ পর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এ সময়ের ছোটকাগজ ‘চিরকুট’ চলতি সংখ্যার পাঠ উন্মোচন করা হবে।

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করবেন উত্তর আধুনিক সাহিত্যের ছোটকাগজ ভূমিপুত্র ও সড়ক। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

  • সর্বশেষ
  • পঠিত