ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

গরমের তীব্রতায় হাঁসফাঁস জনজীবন (ফটোস্টোরি)

  ইলিয়াস সাজু, ফটো করেসপন্ডেন্ট

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৯  
আপডেট :
 ১৩ সেপ্টেম্বর ২০২১, ২০:৪১

গরমের তীব্রতায় হাঁসফাঁস জনজীবন (ফটোস্টোরি)
এই গরমে প্রেসক্লাবের ভিতরে একটু স্বস্তি নিতে পশু-পাখিরাও পানি ছিটিয়ে গা ভিজিয়ে নিচ্ছে

রাজধানীসহ সারাদেশে বেশকিছু দিন ধরে অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। প্রচণ্ড গরমে অতিষ্ঠ নিম্ন আয়ের মানুষের জনজীবন। রাস্তার পাশে ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। বিশেষ করে নিম্ন আয়ের কর্মজীবী মানুষ বাইরে বের হলেই অতিরিক্ত ঘামে ক্লান্ত হয়ে পড়ছেন। অনেকে ক্লান্ত হয়ে গাছের নিচে ঘুমিয়ে পড়ছে কেউবা পার্কের মাঠে। স্বস্তিতে নেই পশু-পাখিরাও।

যাত্রাবাড়ীতে বিভিন্ন ফল-ফলাদি দিয়ে শরবত সাজিয়ে রেখেছে এক বিক্রেতা।

শাহবাগে রাস্তার পাশ থেকে ডাব ক্রয় করছেন এক তৃষ্ণার্থ যুবক।

সোহরাওয়ার্দী উদ্যান​ পার্কের লেকের পানিতে শরীর ভিজিয়ে নিচ্ছেন একব্যক্তি।

এই গরমে তুরাগ নদীর পাড়ে শ্রমিকরা ট্রলার থেকে কয়লা নামাচ্ছে।

তুরাগ নদীর পাড়ে কাজের ফাঁকে সন্তাদের নিয়ে বিশ্রাম নিচ্ছেন শ্রমিকরা

গরমে ক্লান্ত হয়ে গুলিস্তান পার্কের ভেতর গাছের নিচে অনেকেই ঘুমাচ্ছেন ।

রাজধানীর শনির আখড়ার ছনটেক দনিয়ার একটি পাম্পে পানি সংগ্রহের দীর্ঘ লাইন।

বুড়িগঙ্গায় মহিষকে পানিতে নামিয়ে গোসল করাচ্ছে রাখাল।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত