ঢাকা, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ডা. জাফরুল্লাহর নিউমোনিয়া কিছুটা উন্নতি হয়েছে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ জুন ২০২০, ১৭:২০

ডা. জাফরুল্লাহর নিউমোনিয়া কিছুটা উন্নতি হয়েছে

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর নিউমোনিয়া কিছুটা উন্নতি হয়েছে। আর তার অক্সিজেন গ্রহণের মাত্রা কমেছে। বৃহস্পতিবার জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের নিউমোনিয়ার কিছুটা উন্নতি হয়েছে এবং কৃত্রিমভাবে অক্সিজেন গ্রহণের মাত্রা কমেছে। তিনি পূর্বের চেয়ে ভালো বোধ করছেন। এছাড়া তার নিয়মিত ডায়ালাইসিস এবং চেস্ট ফিজিওথেরাপিও চলছে।

বর্তমানে জাফরুল্লাহ চৌধুরী হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও বিবৃতিতে জানানো হয়।

ডা, জাফরুল্লাহ চৌধুরী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও বিবৃতিতে জানানো হয়।

গত ৫ জুন ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটে। ওই দিন থেকেই ডা. জাফরুল্লাহ চৌধুরীর নিজের স্থা‌পিত প্র‌তিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতা‌লে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

প্রসঙ্গত, গত ২৪ মে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত অ্যান্টিজেন কিট দিয়ে পরীক্ষায় জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়।

বাংলাদেশ জার্নাল/কেএস/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত