প্রকাশ : ০৪ মার্চ ২০২১, ১৫:০২
দক্ষিণ যুবদলের সভাপতি আটক
জাতীয় প্রেসক্লাবের সামনের সমাবেশ থেকে ফেরার পথে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনুকে আটক করেছেন পুলিশ।
|আরো খবর
বৃহস্পতিবার পৌনে ১২টার দিকে মৎস ভবন এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী যুবদলেরর উদ্যোগে ‘লেখক মুসতাক আহমেদ ও সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে’ এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশকে কেন্দ্র করে সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে যুবদলের নেতা কর্মীদেরকে সমাবেত হতে দেখা গেছে। কয়েক শতাধিক নেতা-কর্মী এই সমাবেশে অংশ নেন।
বাংলাদেশ জার্নাল/কেএস/কেআই