ঢাকা, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

ধোনির অবসর নিয়ে বিসিসিআইয়ের সমালোচনায় সাকলাইন

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২০, ১৫:১৭

ধোনির অবসর নিয়ে বিসিসিআইয়ের সমালোচনায় সাকলাইন

বাংলাদেশের সাবেক অফ স্পিনার বোলিং কোচ সাকলাইন মুশতাক। সম্প্রতি ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে জমকালো বিদায়ী সংবর্ধনা না দেয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই কঠোর সমালোচনা করেছেন তিনি।

সাকলাইন মুশতাক তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বলেন, ধোনিকে সম্মান না জানিয়ে বিদায় দেয়াটা বিসিসিআইয়ের হীনমন্যতার প্রকাশ। তারা ধোনিকে এভাবে বিদায় জানাতে পারে না। ধোনির মতো বড়মাপের তারকা ক্রিকেটারের বিদায় এভাবে হতে পারে না। এটি শুধু আমার মনের কথা নয় ধোনির লাখকোটি ভক্ত একই প্রতিক্রিয়া জানাবেন। বিসিআইয়ের এমন কাণ্ডে আমি সত্যি ব্যথিত।'

তিনি আরো বলেন, 'ধোনি অবসরে যাওয়ার পর তার ভবিষ্যৎ জীবন কিসে সংযুক্ত করবে তা জানি না তবে তার এমন অনাড়ম্বর বিদায়ের বিষয়টি আমাকে পীড়িত করেছে। তবে এটি তার ভক্ত-অনুরাগীদের জন্য সুখকর বিষয় এখনও মাঠ একেবারেই ছাড়ছেন না ধোনি। তাকে আইপিএলে দেখা যাবে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার এমন নীরব অবসর ভক্তদের সবসময়ই কষ্ট দেবে। আমি ধোনির ভবিষ্যৎ জীবনের শুভকামনা জানাই।'

  • সর্বশেষ
  • পঠিত