ঢাকা, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

নেইমারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি বার্সার

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২০, ০২:৪৫  
আপডেট :
 ১৩ নভেম্বর ২০২০, ০২:৫১

নেইমারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি বার্সার

নেইমারের বিরুদ্ধে প্রায় ১০০ কোটি টাকার মামলার প্রস্তুতি নিচ্ছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। সিটিভি নিউজ ও এল মুন্ডোর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

বার্সেলোনায় থাকাকালীন চুক্তির বেশি অর্থ নিয়েছেন বলে অভিযোগ আনা হয়েছে নেইমারের বিরুদ্ধে। আর সেই অতিরিক্ত অর্থ ফেরত চেয়েই নেইমারের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে যাচ্ছেন বার্সার বর্তমান কর্মকর্তারা।

বার্সেলোনাভিত্তিক সংবাদমাধ্যম এল মুন্ডোর প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালের নথিপত্র ঘেটে স্প্যানিশ আয়কর কর্মকর্তারা তাদের জানিয়েছে, নেইমারের সঙ্গে অনুনোমোধিত কিছু চুক্তি ছিলো। সেসব চুক্তি থেকে তাকে অনেক অর্থ দেয়া হয়েছে, যেগুলোর তথ্য প্রকাশ করা হয়নি। ওই অর্থ থেকে করও ফাঁকি দিয়েছিলেন ব্রাজিলিয়ান এই তারকা। অতিরিক্ত এই অর্থের পরিমাণ ১০.২ মিলিয়ন ইউরো (বাংলায় প্রায় ১০০ কোটি টাকা) বলে জানিয়েছে স্প্যানিশ ট্যাক্স এজেন্সি।

এমন খবরে নেইমারের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। তবে নেইমারের এক মুখপাত্র অ্যাসোসিয়েট প্রেসকে (এপি) জানিয়েছে, এখন এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন নেইমার।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত