ঢাকা, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

শ্রীলঙ্কার চেয়ে আমরা পিছিয়ে নই: মিরাজ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২১, ২০:৫৪

শ্রীলঙ্কার চেয়ে আমরা পিছিয়ে নই: মিরাজ

২০১৭ থেকে এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে চারটি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে দুটি নিজেদের মাটিতে আর দুটি শ্রীলঙ্কায়। এর মধ্যে একটিতে জয় আরেকটিতে ড্র করেছে, দুটিতে হেরেছে বাংলাদেশ।

২০১৭ থেকে সর্বশেষ ১১ ওয়ানডেতে বাংলাদেশের জয় তিনটিতে, একটি ম্যাচ বাতিল হয়েছে আরেকটির ফলাফল হয়নি। একই সময় থেকে ৬টি টোয়েন্টির মধ্যে তিনটিতে জয় তিনটিতে হার। মিরাজ এই পারফরম্যান্স বিবেচনায় এনেই বলেছেন বাংলাদেশ পিছিয়ে নেই।

বাংলাদেশের শততম টেস্ট জয়ী দলের গর্বিত প্রতিনিধি তিনি। আর মাত্র ৩ দিন পর সেই গর্বিত টেস্ট জয়ের পঞ্চম বর্ষ পূর্তি বাংলাদেশের।শ্রীলংকার মাটিতে স্বাগতিক দলকে ৪ উইকেটে হারনোর সেই ছবিটা এখনো চোখের সামনে ভেসে উঠছে মিরাজের।

মিরাজ বলেন, ‘যখন শততম টেস্ট ম্যাচ জিতেছিলাম, খুব ভালো লেগেছিল। শ্রীলঙ্কার মাটিতে প্রথম টেস্ট জিতেছিলাম। ঐ মুহূর্তে অবশ্যই ভালো লেগেছিল। দলের সবার কমিটমেন্ট ছিল-আমরা ভালো ক্রিকেট খেলব এবং যে করেই হোক ম্যাচটা জিততে হবে। টিম মিটিংয়ে সবার ভেতর কমিটমেন্ট ছিল এবং বলছিল- আমাদের কিছু একটা করতে হবে, সর্বোচ্চটা দিতে হবে।’

মিরাজের মতে, ‘চ্যালেঞ্জ তো প্রত্যেক ক্ষেত্রেই থাকবে। স্পিনারদের জন্য শ্রীলঙ্কায় লাইন আর লেন্থ বেশ গুরুত্বপূর্ণ। এখানে উইকেট খুব ভালো থাকে। আমি মনে করি প্রথম-দ্বিতীয় দিন ওরকম না-ও কাজ করতে পারে। কিন্তু তৃতীয়-চতুর্থ দিনে উইকেটে স্পিনারদের সহায়তা থাকে। ঐ সুযোগ আমরা নিতে পারি।’

মিরাজের ভাষায়, ‘শ্রীলঙ্কায় গত ৩-৪ বছর যেভাবে খেলেছে বাংলাদেশ, তাতে স্বাগতিকদের থেকে কোনো অংশেই পিছিয়ে থাকবেন না তারা। এর আগে আমরা শ্রীলঙ্কায় যতবারই খেলেছি ভালো ক্রিকেট খেলেছি। নিদাহাস ট্রফি অল্পের জন্য জিততে পারিনি। শ্রীলঙ্কা সিরিজে (২০১৭ সালে) ওয়ানডেতে ১-১ ছিল, টেস্টেও ওরা একটা জিতেছে আমরা একটা জিতেছি। আমরা ওদের চেয়ে পিছিয়ে নই, গত ৩-৪ বছর যেভাবে খেলেছি ওদের মাটিতে। যদি আগের মত কমিটমেন্ট থাকে আর ফাইট দিতে পারি, তাহলে আমরা ভালো কিছু করতে পারব।’

তিনদিনের কোয়ারেন্টাইন শেষে মুমিনুল হকের দল আজ দ্বিতীয় দিনের মতো অনুশীলন করে। কাল থেকে নিজেদের মধ্যে শুরু হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। ২১ এপ্রিল থেকে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। বাকি টেস্টটি হবে ২৯ এপ্রিল।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত