ঢাকা, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

শুরুতেই দুই উইকেট খোয়াল জিম্বাবুয়ে

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ জুলাই ২০২১, ১৭:০৪  
আপডেট :
 ২৩ জুলাই ২০২১, ১৭:৪০

শুরুতেই দুই উইকেট খোয়াল জিম্বাবুয়ে

হারারেতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যট করতে নেমে শুরুটা ভালে হয়নি জিম্বাবুয়ের। শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপের মুখে পড়েছে স্বাগতিক দলটি।

শুক্রবার হারারে স্পোর্টস ক্লাবে ম্যাচের শুরুতেই ওপেনার ব্যাটসম্যান তাদিওয়ানাশে মারুমানিকে সাজঘরে পাঠান শেখ মেহেদী হাসান। এই স্পিনারের বলে সরাসরি বোল্ড হয় মারুমানি। আউট হওয়ার আগে করেন ৫ বলে মাত্র ৩ রান। এর কিছু পরেই সাকিবের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেন রেগিস চাকাবা। আউট হওয়ার আগে চাকাভা করেন ৯ বলে ২৪ রান। এ রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪৯ রান।

ম্যাচ শুরু হওয়ার আগে বিপ্লবের বাবার জন্য দুই দলের ক্রিকেটার, ম্যাচ অফিসিয়াল ও টিম ম্যানেজমেন্ট এক মিনিটের নীরবতা পালন করেন। টসের সময় জিম্বাবুয়ে দলের অধিনায়ক সিকান্দার রাজা শোক প্রকাশ করেন। বিপ্লব বাংলাদেশ দলের সঙ্গে জিম্বাবুয়ে সফরে ছিলেন। বাবার মৃত্যুর খবর শুনে দেশের বিমান ধরেছেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে: ৪৯/২ (৬ ওভার)

ব্যাটিং ওয়েসলি মাধেভেরে ২৫*, ডিয়ন মায়ার্স ৫*।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, রেগিস চাকাবা, ডিয়ন মায়ার্স, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংউই, ওয়েলিংটন মাসাকাদজা, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি।

বাংলাদেশ জার্নাল- ওআই

  • সর্বশেষ
  • পঠিত