ঢাকা, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

তৃতীয় দিনের শুরুতেই তাইজুলের জোড়া আঘাত

  ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২১, ১০:৩০

তৃতীয় দিনের শুরুতেই তাইজুলের জোড়া আঘাত

সাগরিকার পারে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিনের শুরুটা দারুণ করে বাংলাদেশ। গতকাল দ্বিতীয় দিনে রাজত্ব করেছেন পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক। ৯৩ রান করে দ্বিতিয় দিন শেষ করে আবিদ আর শফিক ৫২ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।

তবে তৃতীয় দিনের সকালেই আব্দুল্লাহ শফিককে প্যাভিলিয়নের পথে হাটান স্পিনার তাইজুল ইসলাম। স্কোর বোর্ডে আর কোন রান যোগ না করেই লেগ বিফোরের ফাঁদে পরে সাজঘরে যায় শফিক। আউট হওয়ার আগে এই ব্যাটারের সংগ্রহ ১৬৬ বলে ৫২ রান। নিজের করা শেষ বলে আবারও উইকেটের দেখা পেলো তাইজুল। এবার তার শিকার ক্রিজে আসা নতুন ব্যাটার আজাহার আলী।

শফিকের মতোই আজাহারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাইজুল। এদিকে দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে লিটন দাস জানিয়েছিলেন, আমার মনে হয় আমরা যদি কাল (রোববার) আর্লি মর্নিং ২-৩ উইকেট নিতে পারি তাহলে সমান অবস্থায় চলে আসবো। এখন পর্যন্ত খেলা দুই পক্ষেই আছে।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত