ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

কাতার বিশ্বকাপের টিকিট বণ্টনে কমিটি ঘোষণা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২২, ১২:১৮  
আপডেট :
 ১১ এপ্রিল ২০২২, ১৩:১২

কাতার বিশ্বকাপের টিকিট বণ্টনে কমিটি ঘোষণা
ছবি- সংগৃহীত

কাতারে ফুটবল বিশ্বকাপের আসর বসতে চলেছে নভেম্বরে। ফিফা সদস্যভুক্ত দেশ হিসেবে স্বাভাবিকভাবেই কাতার বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশ। বিশ্বকাপের প্রাপ্ত টিকিট বণ্টনের জন্য এবার সাত সদস্যের একটি কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদকে আহ্বায়ক করে কমিটির ঘোষিত অন্য সদস্যরা হলেন, ইমরুল হাসান, জাকির হোসেন চৌধুরী, বিজন বড়ুয়া, আতাউর রহমান ভুইয়া মানিক, ইলিয়াস হোসেন ও মহিউদ্দিন আহমেদ মহী।

ফিফার নীতিমালা ও অঙ্গিকার নামা পুরণ করেছে বাফুফে। ফিফা বাংলাদেশের র‍্যাংকিং ও অন্যান্য বিষয় বিবেচনা করে টিকিটের সংখ্যা নির্ধারণ করে দিবে। এরপর নির্দিষ্ট পরিমান মূল্য দিয়ে টিকিট কিনতে হবে বাফুফেকে ৷ সাধারণত ফুটবল সংশ্লিষ্টদের মধ্যেই বিশ্বকাপের টিকিট বিক্রি করা হবে।

টিকিট বণ্টনের দায়িত্ব পাওয়া কমিটি ফিফা কর্তৃক প্রদত্ত টিকিট একটি সুনির্দষ্ট নীতিমালার আলোকে বন্টন করবে। সামনেই কমিটির একটি সভা করে টিকিটের জন্য আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানানো হবে।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত