ঢাকা, রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

টাইগারদের বর্তমান পরিস্থিতি নিয়ে সাবেকদের ভাবনা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০৪

টাইগারদের বর্তমান পরিস্থিতি নিয়ে সাবেকদের ভাবনা

দক্ষিণ আফ্রিকার ব্যর্থতার স্মৃতি ভুলে গিয়ে ত্রিদেশীয় সিরিজে ভালো করার প্রত্যয় ছিল টাইগারদের। কিন্তু প্রথম ম্যাচ বাদ দিলে বাকি ম্যাচগুলোতে দাঁড়াতেই পারেনি ক্রিকেটাররা। শ্রীলংকার বিপক্ষে হারিয়েছে ত্রিদেশীয় সিরিজের ট্রফি। এরপর টেস্ট ও টি-টোয়েন্টি ট্রফিও আদায় করে নিয়েছে হাথুরুর শ্রীলঙ্কা।

হঠাৎ করে বাংলাদেশ দলের এমন করুণ অবস্থাকে কিভাবে দেখছেন জাতীয় দলের সাবেক কিংবা বর্তমান ক্রিকেটাররা?

বর্তমানে চলছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। এই লিগ চলাকালেই সাংবাদিকদের বাংলাদেশের এই অবস্থার ব্যাপারে বললেন জাতীয় দলের সাবেক-বর্তমান তিন অভিজ্ঞ ক্রিকেটার আফতাব আহমেদ, শাহরিয়ার নাফিস ও তাইজুল ইসলাম।

আফতাব আহমেদের মতে, ‘দলে অনেক চেঞ্জ হচ্ছে, খুব তাড়াতাড়ি কিছু খেলোয়াড়ের অভিষেক ঘটানো হয়েছে। একটু বেশিই তাড়াহুড়া হয়ে গেছে। হাথুরুসিংহে চলে যাওয়ার পর শূন্যতাটা সম্ভবত আমাদের মধ্যে ছিল। আমরা ম্যাচও যখন হেরে গেছি তখন এই জিনিসটা আরও বেশি চোখে পড়েছে।’

শাহরিয়ার নাফিসের মতে, ‘এরকম সিচুয়েশনে যদি আমরা একে ওপরের দিকে পয়েন্ট আউট করার চেষ্টা করি, তাহলে এটি আমাদের জন্য ক্ষতি হবে। প্রথম পয়েন্ট যেটা- আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ক্রিকেটের জন্য যে সমর্থনটা দরকার সেটা যুগিয়ে যেতে হবে।’

দল খারাপ করলেও ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে সমালোচনার ঝড়। সেদিকে দলের কাউকে দৃষ্টিপাত না করার পরামর্শ নাফিসের, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রেজ আপনি আটকাতে পারবেন না। কিন্তু যারা খেলার সাথে জড়িত আছে বা ম্যানেজমেন্টে আছে, তারা যদি সোশ্যাল মিডিয়ার দিকে খেয়াল না করে তাহলেই মনে হয় ভালো হবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অর্ধেক ক্রিকেটারদেরই অভিষেক হয়েছে। অভিষেক সিরিজেই বড় দুটি হারে হয়ত মনোবলই ভেঙে গেছে তাদের। তবে তাতে হাল ছেড়ে না দেওয়ার আহ্বান দলের কঠিন এক সময়ে নিজের অভিষেক ঘটানো তাইজুল ইসলামের। তিনি বলেন, ‘আমার অভিষেক হয়েছিল ওয়েস্ট ইন্ডিজে। জিততে পারিনি। ডেব্যু ম্যাচে হারলাম না জিতলাম এটা দেখে তো লাভ নেই। ফাইট করে যাওয়াটাই সবচেয়ে বড় কাজ।’

  • সর্বশেষ
  • পঠিত