ঢাকা, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

'ব্যক্তিগত জীবন নিয়ন্ত্রণেই ক্রিকেটারদের উন্নতি'

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৫৫

'ব্যক্তিগত জীবন নিয়ন্ত্রণেই ক্রিকেটারদের উন্নতি'

হঠাৎ করেই এলেমেলো হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট। ত্রিদেশীয় সিরিজের ব্যর্থতার পর টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজেও ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছে টাইগাররা। সিনিয়র ক্রিকেটাররা ভালো করলেও দলে উন্নতির ছাপ নেই তরুণ ক্রিকেটারদের।

মাঠ ছেড়ে মাঠের বাইরের কর্মকাণ্ডেই যেন মনোযোগী তরুণরা। তাই তরুণদের এই দিকটা নিয়ন্ত্রণের পরামর্শ দিলেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

মাশরাফি মনে করেন তরুণদের উচিত সিনিয়র ক্রিকেটারদের অনুসরণ করা। ওয়ানডে দলের এই অধিনায়ক বলেন, 'আমি চারজন ক্রিকেটারের নাম বলবো। মাহমুদউল্লাহ্‌ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল এদের ব্যক্তিগত জীবনটা একবার দেখবেন। ওদের ব্যক্তিগত জীবনের প্রভাব কিন্তু ওরা মাঠে এসে পাচ্ছে।’

মাশরাফির মতে, একজন খেলোয়াড়ের ব্যক্তিগত জীবনই নির্ধারণ করে দেয় তার ক্যারিয়ার অথবা মাঠে তার কেমন পারফরম্যান্স হবে। 'আসলে এটা অনেক স্বাভাবিক। একজন মানুষের ব্যক্তিগত জীবন যত স্মুথ হবে,তার পারফরম্যান্সও তত স্মুথ হবে। একটার সাথে একটা অনেক বেশি সংযুক্ত। এটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ।’

  • সর্বশেষ
  • পঠিত