ঢাকা, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

হাথুরু'কে নিয়ে বেশি চিন্তাই কাল হয়েছে টাইগারদের

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৪

হাথুরু'কে নিয়ে বেশি চিন্তাই কাল হয়েছে টাইগারদের

হঠাৎ করেই হাথুরুসিংহের বিদায়ে এলেমেলো হয়ে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট। এরপর থেকেই প্রধান কোচের সন্ধানে মরিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টেকনিক্যাল ডিরেক্টর পদ বানিয়ে সেখানে খালেদ মাহমুদ সুজনকেই বানানো হয়েছে কোচ। কিন্ত তার অধীনেও সাফল্য দেখাতে ব্যর্থ টাইগাররা। আর এদিকে বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব ছেড়ে নিজ দেশ শ্রীলংকার দায়িত্ব নিয়েছে হাথুরু। যেখানে বাংলাদেশেই ছিল হাথুরুর প্রথম এসাইনমেন্ট। আর এতেই বাজিমাত করেছে লঙ্কান এই কোচ।

ত্রিদেশীয় , টেস্ট ও টি-টোয়েন্টিতে হাথুরুর শ্রীলংকার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। উড়তে থাকা একটি দলের এত বাজে পরিস্থিতি কেন হল, তা জানতেই এর কারণ জানালেন দেশসেরা কোচ সারোয়ার ইমরান। তিনি জানান, হাথুরুকে নিয়ে অতিরিক্ত চিন্তাই কাল হয়ে দাঁড়িয়েছে টাইগারদের পারফরম্যান্সে।

সম্প্রতি তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা হাথুরুকে অনেক বড় করে দেখেছি। গুরুত্বও দিয়ে ফেলেছি খুব। একজনকে যদি এত বড় করে দেখানো হয়, প্লেয়ার, কোচিং স্টাফ থেকে শুরু করে পুরো জাতি যদি হাথুরু হাথুরু করতে থাকে, তাহলে তার একটা নেতিবাচক প্রভাব তো পড়বেই।’

সিরিজ শুরুর আগে হাথুরু বিষয় নিয়েই সরব ছিলেন সবাই। এতে সাবেক কোচ হলেও সবসময় আলোচনায় ছিলেন তিনি। সারোয়ারের মতে, ‘আমরা হাথুরুকে নিয়ে অনেক বেশি ভেবেছি। চিন্তা করেছি, কথাও বলেছি। কাউকে কাউকে বলতে শুনেছি, হাথুরু তো আর খেলবে না, মাঠে পারফর্ম করবে ক্রিকেটাররা- ওসব কথা শুনেই মনে হচ্ছিল আসলে আমরা হাথুরুকে নিয়ে অনেক বেশি চিন্তা-ভাবনা করছি।’

প্রায় সাড়ে তিন বছর কাজ করে বাংলাদেশের কোন কিছুই অজানা নয় হাথুরুর। এটিকেই কাজে লাগিয়ে সফল টাইগারদের এই সাবেক কোচ। সারোয়ার আঙ্গুল তুলেছে খেলোয়াড়দের মানসিক চাপের দিকে। তিনি জানান, ‘হাথুরু সাড়ে তিন বছর আমাদের দলের সাথে ছিল। আমাদের প্লেয়ারদের সব খুঁটিনাটি বিষয় সে ভাল জানে। টেকনিক্যাল ও টেকটিক্যাল সবই তার নখদর্পনে। কাজেই কারো কারো মানসিক চাপ ছিল। কেউ কেউ হয়ত মনের দিক থেকে সে কারণে খানিক দুর্বলও ছিল।’

  • সর্বশেষ
  • পঠিত