ঢাকা, শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

মালিক পক্ষের আশ্বাসে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৭, ১৩:৪৫  
আপডেট :
 ১৭ নভেম্বর ২০১৭, ১৩:৫৭

মালিক পক্ষের আশ্বাসে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

বকেয়া বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুর-১২ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা পোশাক শ্রমিকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে।

শুক্রবার দুপুরে পুলিশের মধ্যস্থতায় মালিক পক্ষের আশ্বাসে শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেয়।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ট্রাস্ট ট্রাউজার নামে গার্মেন্টসের শ্রমিকরা মিরপুর-১২ নম্বর চত্বরে অবস্থান নেয়।

এ সময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করে গার্মেন্টসের গ্লাস ভাংচুর করে। আন্দোলনকারীরা কয়েকটি যানবাহনেও ভাংচুর চালায়। তাদের অবরোধের ফলে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে আন্দোলনকারীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে পুনরায় যান চলাচল শুরু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাস্ট ট্রাউজার গার্মেন্টস কর্তৃপক্ষ তাদের কারখানা মিরপুর থেকে মোহাম্মদপুরে সরিয়ে নিচ্ছে। বর্তমানে কারখানার বেশির ভাগ শ্রমিক মিরপুরের। তাদের মূল দাবি, কারখানা সরানোর আগে তাদের বকেয়া বেতনসহ ক্ষতিপূরণ দিতে হবে। তা না হলে কারখানা সরানো যাবে না। পোশাক কারখানা কর্তৃপক্ষ বলছে, অক্টোবর মাস পর্যন্ত সব বেতন পরিশোধ করা হয়েছে।

খবর পেয়ে পল্লবী থানার ওসি দাদন ফকির পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে তিনি দুই পক্ষের সঙ্গে আলোচনায় বসেন। এ সময় মালিক পক্ষ শ্রমিকদের প্রাপ্য বুঝিয়ে দেয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

ওসি জানান, পরিস্থিতি এখন শান্ত। গাড়ি চলাচল শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • পঠিত