ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

তদন্তের স্বার্থেই তনুর পরিবারকে ডাকা: স্বরাষ্ট্রমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০১৭, ১৬:০২  
আপডেট :
 ২২ নভেম্বর ২০১৭, ১৬:২২

তদন্তের স্বার্থেই তনুর পরিবারকে ডাকা: স্বরাষ্ট্রমন্ত্রী

তনুর পরিবারকে ঢাকায় নিয়ে আসা তদন্তের অংশ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, তদন্ত চলছে। তদন্তে সত্যিকারের ঘটনা উদ্ঘাটিত হবে।

বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ১৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠান উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

এর আগে বুধবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর পরিবারের পাঁচ সদস্যকে সিআইডির সদর দফতরে ডেকে পাঠানো হয়। সেখানে তদন্ত–সংশ্লিষ্ট কর্মকর্তাদের মুখোমুখি হওয়ার কথা তাদের।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তনু হত্যার তদন্ত করছে সিআইডি। আশা করি, সিআইডি তনু হত্যার মূল ঘটনা উদ্ঘাটন করবে।

এ সময় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুবাশ্বার হাসান সিজার ও সাংবাদিক উৎপল নিখোঁজে আন্তরিকভাবে তদন্ত চলছে বলে জানান আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, গোয়েন্দা সংস্থা কাজ করছে। আশা করি, যে দুজন হারিয়ে গেছেন বলে আপনারা বলছেন, তারা উদ্ধার হবেন। তবে কবে নাগাদ উদ্ধার হবে বলে আশা করছেন—এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী তার উত্তর এড়িয়ে যান।

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত