ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

ট্রেনের ছাদে ভ্রমণ, প্রাণ গেল ৪ জনের

  নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:২৭  
আপডেট :
 ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১২:০৪

ট্রেনের ছাদে ভ্রমণ, প্রাণ গেল ৪ জনের

নওগাঁর রানীনগর স্টেশনে ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদ থেকে পড়ে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে রানীনগরে রেল স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। আহতদের নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- নওগাঁর সাপাহার থানার মালিপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে আমিনুল ইসলাম (৩০) এবং দিনাজপুরের চিরিরবন্দরের বড় হাকিমপুর ডাক্তার পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (১৯)।

হতাহতরা সবাই ঢাকার পোশাক কারাখানার শ্রমিক। আগামী তিন দিন ছুটি থাকায় ঢাকা থেকে ট্রেনের ছাদে চড়ে তারা গ্রামের বাড়ি ফিরছিলেন।

সান্তাহার জিআরপি থানার ওসি আকবর হোসেন এ কথা জানান, রাত ৩টার দিকে ঢাকা থেকে দিনাজপুরগামী ‘দ্রুতযান একপ্রেস’ ট্রেনের ছাদ থাকা ছয় যাত্রী রানীনগরে স্টেশনের সামনের ওভারব্রিজের সঙ্গে ধাক্কা খায়। এসময় নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

মঙ্গলবার সকাল ৭টার দিকে সান্তাহার জিআরপি থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে এবং আহতদের হাসপাতলে পৌঁছে দেয় বলে জানান তিনি।

/এসকে/

আরও পড়ুন :

শহীদ মিনারে যাওয়ার পথে দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • সর্বশেষ
  • পঠিত