ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

রূপগঞ্জে প্রবীণ নিবাসে বৃদ্ধাকে হত্যার হুমকি

  রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৯

রূপগঞ্জে প্রবীণ নিবাসে বৃদ্ধাকে হত্যার হুমকি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া বটতলা এলাকার ডিবিকেপি প্রবীণ নিবাসে এ.কে.এম মাহাবুবুল (৬২) নামে এক বৃদ্ধাকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার সকালে ডিবিকেপি প্রবীণ নিবাস এর বোর্ড ট্রাস্টি চেয়ারম্যান এম.এ. খালেকের বিরুদ্ধে এ হুমকির অভিযোগ উঠে।

নির্যাতনের শিকার বৃদ্ধ এ.কে.এম. মাহাবুবুল জানান, তার এবং খুকু চক্রবর্তীর সঙ্গে অর্থনৈতিক লেনদেন ও বিভিন্ন বিষয়াদি নিয়ে ডিবিকেপি প্রবীণ নিবাস এর বোর্ড ট্রাস্টি চেয়ারম্যান এম.এ. খালেকের বিরোধ রয়েছে। আর এসব বিষয়ে নারায়ণগঞ্জ যুগ্ম জেলা জজ আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই এম.এ. খালেকসহ তার লোকজন বৃদ্ধ মাহাবুবুল ও খুকুকে হত্যার হুমকি দিয়ে আসছে।

গত দুই দিন আগেই খালেকসহ তার লোকজন প্রবীণ নিবাসে থাকা সিসি ক্যামেরাগুলো খুলে ফেলে। এরপর সকালে তাদের দুই জনের ফ্লাটে হামলা চেষ্টা চালায় তারা। এক পর্যায়ে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে চনপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফরিদসহ পুলিশ সদস্যদের সহযোগীতায় প্রানে বেঁচে যায় তারা।

তবে অভিযুক্ত খালেকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেডআই

  • সর্বশেষ
  • পঠিত