ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

বাসচাপায় স্কুলছাত্র নিহত, মহাসড়ক অবরোধ

  রংপুর প্রতিনিধি

প্রকাশ : ১২ আগস্ট ২০১৮, ১৪:০৭

বাসচাপায় স্কুলছাত্র নিহত, মহাসড়ক অবরোধ

ঢাকায় ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের রেশ শেষ হতে না হতেই বাসের চাপায় প্রাণ গেলো রংপুর কালেক্টরেট স্কুলের দশম শ্রেণির ছাত্র জিওনের। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকার ঢাকা-রংপুর মহাসড়কের শুটকি আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এ সময় জিয়নের মরদেহ নিতে আসা অ্যাম্বুলেন্সও ভাঙচুর করেন তারা। অবরোধে যোগ দিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। চালককে গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।

এদিকে অবরোধে রাজধানীর সাথে যোগাযোগ বন্ধ রয়েছে উত্তরের নীলফামারী, পঞ্চগড় ঠাকুরগাও দিনাজপুরের সব দূরপাল্লার যানবাহন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ১২ টার দিকে জিওন স্কুল শেষে মডার্ন মোড়ের ছাত্রাবাসের দিকে আসছিলেন। মডার্ণ থেকে ছেড়ে যাওয়া একটি লোকাস বাস জিওনকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে জিওনের সহপাঠী ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে সড়ক অবরোধ করে। পরে পার্শ্ববর্তী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এত যোগ দেয়। এ ঘটনায় সড়কে সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে।

রংপুর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ জানান, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ রয়েছে। যেকোনো পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ করবো’।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত