ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

‘২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরের মহাপরিকল্পনা করছে সরকার’

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৭

‘২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরের মহাপরিকল্পনা করছে সরকার’

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার জনগণের দোরগোড়ায় উন্নয়ন পৌঁছে দিতে কাজ করছে। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরের মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। জননেত্রী শেখ হাসিনা অব্যাহতভাবে উন্নয়ন করে যাচ্ছেন। আগামী জাতীয় নির্বাচনে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়ন অব্যাহত রাখতে হবে।

বৃহস্পতিবার সকাল ১০টায় চিরিরবন্দর উপজেলার বাসুদেবপুর হতে সন্তোষপাড়া যাওয়ার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধনের ফলক উন্মোচন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা নিজের জন্য কিছুই করেননি। জনগণের ভালবাসায় সিক্ত হয়ে জনগণের সেবায় দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। পৃথিবীর অনেক দেশ আজ শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকারের প্রশংসায় পঞ্চমুখ। তাই নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নৌকা মার্কার জন্য কাজ করার আহবান জানিয়েছেন তিনি।

এছাড়াও মন্ত্রী চিরিরবন্দর উপজেলার বাসুদেবপুর হতে সন্তোষপাড়া যাওয়ার রাস্তা, দোয়াপুর হতে কেশবপুর রাস্তা, মুসাশাহ মোড় হতে তাজপুর রাস্তা, ব্রহ্মপুর হতে সাহাপুর রাস্তা, গৌরীপুর হতে গমিরা রাস্তা পাঁকাকরণ কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বিকালে চিরিরবন্দরের পুনট্টি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আমতলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় মো. মোকছেদ আলী শাহের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যঃ আহসানুল হক।

সভাগুলোতে বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী মিসেস শাহিন আলী, চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. আয়ুবর রহমান শাহ, মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিমদ্দিন গোলাপ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন পুনট্টি ইউপি চেয়ারম্যান নুর এ কামাল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত