ঢাকা, শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

শার্শায় ‘মাদক ব্যবসায়ীর’ গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

  বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৪

শার্শায় ‘মাদক ব্যবসায়ীর’ গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

যশোরের শার্শা উপজেলার সীমান্ত থেকে আজিজুল ইসলাম ওরফে হাতকাটা আজিজুল (৪৫) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের পশ্চিম কোটা রাস্তার পাশে একটি মেহেগনী বাগানে তার মরদেহ পাওয়া যায়। পুলিশের দাবি, আজিজুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

নিহত আজিজুল ইসলাম বাগআঁচড়া ইউনিয়নের সামটা গ্রামের মৃত জেহের আলীর ছেলে।

শার্শার বাগআঁচড়া তদন্ত ফাঁড়ির ওসি হুমায়ুন কবির বলেন, রোববার ভোরের দিকে বাগআঁচড়া ইউনিয়নের পশ্চিম কোটা রাস্তার পাশে একটি মেহেগনী বাগানে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি চলছে। এ ধরনের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে আজিজুলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মাথায় গুলি লাগার চিহৃ পাওয়া গেছে। তার দুটি হাত আগে থেকেই ছিল না। ১৯৯৩ সালে বোমা বানাতে যেয়ে তার হাত দুটি উড়ে যায়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত আজিজুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি হুমায়ন কবির।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত