ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

তিন দফা দাবিতে

ফের বিক্ষোভ মিছিলের ডাক কোটা আন্দোলনকারীদের

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০০:৪১

ফের বিক্ষোভ মিছিলের ডাক কোটা আন্দোলনকারীদের

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের প্রজ্ঞাপন দেয়াসহ তিন দফা দাবিতে ফের বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা।

মঙ্গলবার (১৮সেপ্টেম্বর) বেলা ১১টায় সারাদেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে এবং কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হবে।

বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন।

কোটা সংস্কার আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো- মিথ্যা ও হয়রানিমূলক সকল মামলা প্রত্যাহার করা; আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা এবং পাঁচ দফার আলোকে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার করে প্রজ্ঞাপন দেয়া।

এ বিষয়ে হাসান আল মামুন বাংলাদেশ জার্নালকে বলেন, জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণার দীর্ঘ পাঁচ মাস অতিবাহিত হলেও কোটা সংস্কারের কাঙ্খিত প্রজ্ঞাপন জারি না হওয়ায় ছাত্র সমাজ হতাশ ও বিক্ষুব্ধ। সরকারকে আবারো বলছি, ছাত্র সমাজকে রাজপথে নেমে প্রজ্ঞাপন আদায়ের দিকে ধাবিত করবেন না। সরকারের অনাগ্রহ ও উদাসীনতা যদি প্রজ্ঞাপন জারি আটকে রাখে তবে ছাত্রসমাজ রাজপথে নেমেই দাবি আদায় করতে বাধ্য হবে।

তিনি সরকারকে তিন দফা দাবি মেনে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন দেয়ার দাবি জানান। একই সাথে সারাদেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের তিনি মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানান।

বাংলাদেশ জার্নাল/এআর

  • সর্বশেষ
  • পঠিত