ঢাকা, শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে

নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান ফারুখ খানের

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৯

নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান ফারুখ খানের

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচানের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে: কর্নেল (অব:) ফারুক খান বলেছেন, সারাদেশে রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট, স্কুল-কলেজের ভবন নির্মাণসহ যাবতীয় উন্নয়ন কাজ করা হচ্ছে। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে যে সকল কাজ অসম্পূর্ণ আছে সেগুলো শেষ করা হবে।

শুক্রবার দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর এসজে উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রের আহ্বায়কদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে তিনি এসব কথা বলেন।

ফারুক খান আরও বলেন, মুকসুদপুরে নৌকা মার্কায় ভোট দিতে জনগণের আপত্তির কোন কারণ নেই। শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে। এমন সময় আসবে যখন টাকা ফেরত দিতে হবে কারণ কাজে লাগানোর কোন ক্ষেত্র থাকবে না। সুতরাং উন্নয়নের জোয়ারে ভাসছে মুকসুদপুরবাসী।

মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আতিকুর রহমান মিয়ার সভাতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবু জাফর মিয়া, রওশন আলী মিয়া, সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, শাহ আকরাম জাফর, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের নির্বাচনী কেন্দ্র কমিটির আহব্বায়কগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পঠিত