ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

শিক্ষকদের জুন মাসের চেক ছাড় হতে পারে আজ

শিক্ষকদের জুন মাসের চেক ছাড় হতে পারে আজ

বেসরকারি শিক্ষক-কর্মচারিদের জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক ছাড় হতে পারে আজ রোববার।

শনিবার (১৪ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একজন পরিচালক জানিয়েছেন, রোববার নাগাদ চেক ব্যাংকে পাঠানো হতে পারে।

এদিকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন এখনো ছাড় না হওয়ায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক নেতৃবৃন্দ। এখনো জুন মাসের বেতনের সরকারী অংশ ছাড় না হওয়ায় শিক্ষক-কর্মচারীরা নানাবিধ অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলেও জানান তারা। শনিবার বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরামের মুখপাত্র মো. নজরুল ইসলাম রনি এবং বাশিসের মহাসচিব মো. রবিউল আলম এক যৌথ বিবৃতিতে জুন মাসের বেতন এখনো ছাড় না হওয়ায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন।

বিবৃতিতে নেতারা বলেন, প্রতি মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধ করার বিধিবিধান থাকলেও সেটি কেন বাস্তবায়ন হয়না শিক্ষক সমাজ তা জানতে চায়। সরকারের ভিতরে একটি অশুভ চক্র রয়েছে, যাদের কারণে এ ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে। অবিলম্বে জুনের বেতন ছাড়করণসহ জুলাই মাসের বেতনের সাথে বকেয়াসহ ৫ শতাংশ ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা প্রদানে মাননীয় প্রধানন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন শিক্ষক নেতৃবৃন্দ।

জেডআই

  • সর্বশেষ
  • পঠিত