ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

সব সরকারি স্কুলে শূন্য পদে শিক্ষক নিয়োগ চান জেলা প্রশাসকরা

  নাজমুল হোসেন

প্রকাশ : ২১ জুলাই ২০১৮, ১৯:২২  
আপডেট :
 ২১ জুলাই ২০১৮, ২০:২১

সব সরকারি স্কুলে শূন্য পদে শিক্ষক নিয়োগ চান জেলা প্রশাসকরা

দেশের সকল সরকারি বিদ্যালয়ে শূণ্য পদে শিক্ষক নিয়োগ চান জেলা প্রশাসকেরা। ২৪-২৬ জুলাই অনুষ্ঠেয় জেলা প্রশাসক সম্মেলনকে সামনে রেখে বিভিন্ন জেলার ডিসিরা মন্ত্রিপরিষদ বিভাগে যে প্রস্তাবনা দিয়েছেন, তার মধ্যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের বিষয়ে এই প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবনায় বলা হয়েছে, শিক্ষক স্বল্পতার কারণে শিক্ষার্থীদের লেখা পড়া বিঘ্নিত হচ্ছে এবং অভিবাবকদের মধ্যে অসন্তোষ দেখা দিচ্ছে। এই সঙ্কট মোকাবেলায় সকল সরকারি বিদ্যালয়ে শূণ্য পদে শিক্ষক নিয়োগ করা যেতে পারে।

এতে আরো বলা হয়েছে, জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি কলেজগুলোতে বিভিন্ন বিষয় খোলা হলেও সকল ক্ষেত্রে বিষয়-ভিত্তিক শিক্ষকের পদ সৃষ্টি করা হয়নি। এর ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন করতে, সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি কলেজগুলোতে সকল বিষয়-ভিত্তিক শিক্ষকের পদ সৃজন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

  • সর্বশেষ
  • পঠিত