ঢাকা, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

ক্যান্সারে আক্রান্ত ফুয়াদ

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৮, ১৩:৪৪

ক্যান্সারে আক্রান্ত ফুয়াদ

সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির ক্যান্সারে আক্রান্ত।

রবিবার ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় ফুয়াদ জানান, সম্প্রতি তার দেহে ক্যান্সারের জীবাণু থাকার বিষয়ে নিশ্চিত হয়েছেন চিকিৎসকেরা।

ফুয়াদ বলেন, গত সপ্তাহে আমি চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা করেছি। আমার শরীরে প্যাপিলারি কারসিনোমা ধরা পড়েছে। এটা থাইরয়েড ক্যান্সার। তবে কোন পর্যায়ে আছে, তা এই মুহূর্তে বলতে পারছি না। থাইরয়েড ক্যানসার হচ্ছে সব ক্যান্সারের মধ্যে সহজে নিরায়মযোগ্য। এই অসুখ নিয়ে অনেকে অনেক দিন বেঁচে থাকেন। সবাই আমার জন্য দোয়া করবেন।

ছোটবেলা থেকে ফুয়াদের জীবনের একটা বড় সময় কেটেছে যুক্তরাষ্ট্রে। পড়াশোনার পাশাপাশি গান নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন নিজেকে। গানের টানে একসময় বাংলাদেশে ফিরে আসেন ফুয়াদ। বাংলাদেশের গানের জগতে একটা বড় পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখেন।

এবার দীর্ঘ দিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পরিবার নিয়ে আছেন ফুয়াদ। ফুয়াদের ক্যান্সার আক্রান্তের খবরে গানের জগতের অনেকেই সহানুভূতি জানিয়েছেন।

/এসবি/

  • সর্বশেষ
  • পঠিত