ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

যে নদীতে নামলেই হয়ে যাবেন কঙ্কাল!

  অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১৭, ১১:২৩  
আপডেট :
 ০৭ ডিসেম্বর ২০১৭, ১১:৪৬

যে নদীতে নামলেই হয়ে যাবেন কঙ্কাল!

নদী হচ্ছে মানুষের জন্য আল্লাহর দেয়া আশীর্বাদ। কারণ নদীর পানি আমাদের জীবনযাপনকে অনেক বেশি সহজ করে তোলে। পানির উৎসের মধ্যে নদী একটি। তবে নদীতে নামলেই যদি আপনি কঙ্কাল হয়ে যান, তবে সেটা কতটুকু ভয়ঙ্কর, ভাবা যায় কি? মনে করেন, আপনি নদীতে ডুব দিলেন আর ভেসে উঠার পর আপনার গায়ে শুধু হাড়গুলো ছাড়া কিছুই নেই! শরীর শিউরে ওঠা এই নদীর নাম রিও টিনটো। নদীটির উৎস স্পেনের আন্দালুসিয়া পর্বতে।

রিও টিনটো নামের এ নদীর পানি অত্যন্ত আম্লিক (এসিডিক) (পিএইচ-১.৭-২.৫) এবং ভারী ধাতু সমৃদ্ধ। নদীর পানিতে রয়েছে প্রচুর ফেরিক আয়রন। স্পেনের দক্ষিণ পশ্চিম দিয়ে বয়ে যাওয়া এ নদীটির এ নদীটি মাইন খননের সময় উৎপন্ন হয়েছে।

জানা গেছে, প্রায় পাঁচ হাজার বছর ধরে এখান থেকে কপার তোলা হয়েছে। এই মাইনটির ব্যাপ্তি এতোটাই ব্যাপক যে এর আশেপাশের গ্রামগুলোকে অন্যত্র সরিয়ে ফেলতে হয়েছে। এমনকি নদীটি বেশ কয়েকটি আস্ত পাহাড়কেও গ্রাস করেছে।

রিও দেখতে অসাধারণ সুন্দর তবে এই সুন্দরে মুগ্ধ হয়ে পানিতে নেমে পড়লেই কিন্তু বিপদ। তাই জেনে-শুনে নামুন।

ভিডিও...

/এসকে/

  • সর্বশেষ
  • পঠিত