ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৭ মিনিট আগে
শিরোনাম

ভারতের বিজ্ঞানমন্ত্রীর দাবি

আইনস্টাইনের চেয়ে বেদকে বেশি গুরুত্ব দিতেন হকিং!

আইনস্টাইনের চেয়ে বেদকে বেশি গুরুত্ব দিতেন হকিং!

সদ্যপ্রয়াত স্টিভেন হকিং বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের চেয়ে হিন্দুদের ধর্মীয় গ্রন্থ বেদকে বেশি গুরুত্ব দিতেন বলে দাবি করেছেন ভারতের হিন্দুত্ববাদী দল বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী হর্ষ বর্ধন।

শুক্রবার মনিপুর রাজ্যের ইম্ফলে ভারতের জাতীয় বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এই বক্তব্য দেন মন্ত্রী। তার এই দাবি নিয়ে দেশ জুড়ে চলছে মুখরোচক আলোচনা।

তিন দিন আগেই মারা যান পদার্থবিদ হকিং, যাকে আধুনিক সৃষ্টিতত্ত্বের ‘উজ্জ্বলতম নক্ষত্র’ হিসেবে বিবেচনা করা হয়।

ইম্ফলের অনুষ্ঠানে তার প্রসঙ্গটি টেনে হর্ষ বর্ধন বলেন, হকিং বলেছিলেন, বেদের তত্ত্বগুলি সম্ভবত আইনস্টাইনের বিখ্যাত ‘E = mc2’ সূত্রটির চেয়েও উন্নত।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেন, বিশ্বে বিজ্ঞান সাধনার ক্ষেত্রে ভারত ছিল পথিকৃৎ। সেই ঐতিহ্যকে ফিরিয়ে এনে ভারতকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে হবে।”

আনন্দবাজার জানায়, অনুষ্ঠান শেষে হর্ষ বর্ধনের কাছে তার দেওয়া তথ্যের উৎস জানতে চান সাংবাদিকরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যা বলার প্রকাশ্য মঞ্চেই বলেছি। আপনারাই খুঁজে দেখুন। না পেলে দিল্লিতে আমার কাছে আসবেন।’

তবে সাংবাদিকরা খুঁজে হকিংয়ের এমন কোনো বক্তব্যের খোঁজ পাননি।

বিজেপি সরকারের মন্ত্রীদের এমন মন্তব্য নতুন নয়। এর আগে ২০১৫ সালের বিজ্ঞান কংগ্রেসে বলা হয়েছিল, এখনকার বিমান আবিষ্কার হওয়ার বহু আগে বৈদিক শাস্ত্রেই আধুনিক বিমান (পুষ্পক রথ)-এর কথা বলা হয়েছিল।

ভারতের বিজ্ঞানমন্ত্রী হর্ষ বর্ধন

সূত্র: আনন্দবাজার

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত