ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

ফিলিপাইনে হোটেলে আগুন, নিহত চার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ মার্চ ২০১৮, ১৫:৫৬

ফিলিপাইনে হোটেলে আগুন, নিহত চার
ছবি: ইন্টারনেট

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি জনপ্রিয় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ১৯ জন। অগ্নিকাণ্ডে হোটেলের ভেতর আটকে পড়া বাকিদের হেলিকপ্টারের মাধ্যমে হোটেলের ছাদ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার স্থানীয় সময় সকালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ম্যানিলার অগ্নিব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, রোববার সকালে আগুন লাগে ম্যানিলা প্যাভিলিয়ন নামের হোটেলটিতে। টানা ছয়ঘণ্টা ধরে জ্বলছে পুরো কমপ্লেক্সটি। অগ্নিকাণ্ডের সময় সেখানে তিনশ'রও বেশি লোক ছিলেন বলে জানা গেছে। যাদের বেশিরভাগই বেরিয়ে আসতে সক্ষম হন। আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ম্যানিলা শহরের দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান জনি ইউ জানান, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত চার জন মারা গেছেন। যাদের মধ্যে দু'জন হোটেলের কর্মী। আটকা পড়ার পর তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে নেমেছে স্থানীয় কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, হোটেলটির ২১তম তলায় প্রথমে আগুন লাগে।

উল্লেখ্য, নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির কারণে প্রায়ই ফিলিপাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২০১৫ সালে ম্যানিলার কাছাকাছি এলাকায় একটি ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৭২ জন। ২০১৭ সালের ডিসেম্বরে ডাভাও শহরে ঘটা অন্য একটি অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৩৮ জন।

এসএস

  • সর্বশেষ
  • পঠিত