ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

কিমের সঙ্গে আলোচনা সফল না হলে ‘ওয়াক আউট’: ট্রাম্প

কিমের সঙ্গে আলোচনা সফল না হলে ‘ওয়াক আউট’: ট্রাম্প

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে প্রস্তাবিত আলোচনা সফল না হলে ওই বৈঠক থেকে ওয়াক আউট করবেন বলে হুমিক দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সফররত জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি আরও বলেন, উত্তর কোরিয়াকে পারমাণবিক পথ থেকে নিরস্ত্রকরণের পথে ফিরিয়ে আনতে দেশটির ওপর সর্বোচ্চ চাপ অব্যাহত রাখতে হবে।

এর আগে ট্রাম্প সিআইএ প্রধান মাইক পম্পেওর উত্তর কোরিয়ায় গোপন সফরের বিষয়টিও নিশ্চিত করেন। তিনি আরও বলেন, উত্তর কোরিয়ার নেতা কিমের সঙ্গে পম্পেওর সুসম্পর্ক স্থাপিত হয়েছে। একই সঙ্গে তাদের গোপন বৈঠকটি সুন্দরভাবে শেষ হয়েছে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

২০০০ সালের পর উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের নেতাদের এটিই প্রথম বৈঠক। মার্চের শেষ সপ্তাহে হওয়া বৈঠকটিতে কিমের সঙ্গে ট্রাম্পের আসন্ন বৈঠক নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো। জুন মাসে ওই বৈঠকটি হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের ভেন্যু ও অন্যান্য বিষয় নিয়ে এখনো আলোচনা চলছে।

সূত্র: বিবিসি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত