ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪০ মিনিট আগে
শিরোনাম

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২২ এপ্রিল ২০১৮, ১৪:১২  
আপডেট :
 ২২ এপ্রিল ২০১৮, ১৫:২১

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু
নাবি তাজিমা

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জাপানের নাবি তাজিমা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৭ বছর। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কিকাইতে হাসপাতালে মারা যান তাজিমা। গত জানুয়ারি থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে।

তাজিমার জন্ম হয়েছিল ১৯০০ সালের ৪ আগস্ট। তার পরিবারে রয়েছে সাত ছেলে, দুই মেয়ে। এবং নাতি-পুতিসহ তার পরিবারের মোট সদস্য ১৬০।

গত বছর সেপ্টেম্বরে জ্যামাইকার ভায়োলেট ব্রাউনের মৃত্যুর পর নাবি তাজিমা সবচেয়ে বেশি বয়সী নারীর স্বীকৃতি পান।

অন্যদিকে এই মাসের শুরুর দিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড জাপানের আরেক নাগরিক ১১২ বছর বয়সী মাসাজো নোনাকাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের স্বীকৃতি দেয়। এছাড়াও তাজিমাকে বিশ্বের বয়স্ক ব্যক্তির স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ছিল তাদের।

উল্লেখ্য, জাপানের জনগণের দীর্ঘ আয়ুর খ্যাতি আছে। গত বছর জাপান সরকার জানায়, দেশটিতে প্রায় ৬৮ হাজার মানুষ ১০০ বছর বয়সী। ১৯৬৩ সালে এই সংখ্যা ছিল ১৫৩।

এনএইচ/

  • সর্বশেষ
  • পঠিত