ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

যুবকের পাকস্থলিতে পেরেক, আলপিন, কাঁচ!

যুবকের পাকস্থলিতে পেরেক, আলপিন, কাঁচ!

ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় যুবকের পেটে অস্ত্রোপচার করে ১০ সেন্টিমিটার লম্বা ১২২টি পেরেক বের করলেন চিকিৎসকরা।

সেন্ট পিটার্স হাসপাতালের শল্য বিশেষজ্ঞ ডাওইট টিয়ারে জানালেন, ৩৩ বছরের ওই যুবক গত ১০ বছর ধরে মানসিকভাবে অসুস্থ। তার চিকিৎসা চলছিল এতোদিন ধরে। কিন্তু গত দু’‌বছর হল মনোরোগের ওষুধ খাওয়া থামিয়ে দিয়েছিলেন যুবক। তারপর থেকেই তার মানসিক অসুস্থতা আরও বেড়ে যায় এবং ওষুধের বদলে পানি দিয়ে পেরেক খেতে শুরু করেন ওই যুবক।

ডাওইট আরও জানিয়েছেন, আড়াই ঘণ্টার অস্ত্রোপচার শেষে শুধু ১২২টি পেরেকই নয়, যুবকের পাকস্থলি থেকে চারটি আলপিন, একটি টুথপিক এবং বেশ কয়েক টুকরো ভাঙা কাঁচও বের হয়েছে। এতোগুলি ধারালো বস্তু গলাধঃকরণ করা সত্ত্বেও পাকস্থলি ফুটো না হওয়ায় যুবক কপালজোরে বেঁচে গিয়েছেন বলেই মনে করছেন চিকিৎসকরা।

সম্প্রতি পেটে অসহ্য ব্যথা হওয়ায় তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান যুবকের আত্মীয়রা। তারপরই আলট্রাসনোগ্রাফিতে ওই ধারালো বস্তুগুলি তার পাকস্থলিতে দেখতে পান চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর আপাতত সুস্থই আছেন যুবক।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত