ঢাকা, শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

সঙ্গীর মিথ্যা ধরার উপায়

  অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৭, ০৬:২৯  
আপডেট :
 ১৬ নভেম্বর ২০১৭, ০৬:৩৪

সঙ্গীর মিথ্যা ধরার উপায়

একসঙ্গে জীবনে চলার আগে নিজের সঙ্গীকে যাচাই করে নিন। প্রথমেই সঙ্গীর মিথ্যা বলার প্রবণতাকে ধরতে হবে। মনোবিদেরা মনে করেন, মানুষের কথা বলার সময় কিছু অঙ্গভঙ্গি ঠিক করে দেখলে বোঝা যায় সে মিথ্যা কথা বলছে কিনা। কী কী উপায় বুঝবেন সঙ্গী মিথ্যা বলছেন-

❏ কথা বলার সময় শ্বাস-প্রশ্বাস খুব দ্রুত নিলে বুঝবেন মিথ্যে বলছেন তিনি। আরও একটি লক্ষণ ঘাড়ের পেছন বার বার ঘাম মোছা। আবার কেউ কেউ হাতের তালু হাঁটুর উপর ঘষতে থাকেন।

❏ ‌লম্বা চুল থাকে তাহলে দেখবেন, মিথ্যা বলার সময় আঙ্গুলে পেঁচাচ্ছেন। এটা ছাড়াও নিজের জামার ধুলো ঝেড়ে ফেলার ভঙ্গি করতে দেখা যাবে।

❏ মিথ্যা বলার সময় অনেকরই অঙ্গভঙ্গি ‌অস্বাভাবিক ও অনমনীয় হয়ে যায়।

  • সর্বশেষ
  • পঠিত