ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

রোদ বৃষ্টিতে ছুটির বিকেল

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৮, ১৬:৪০  
আপডেট :
 ২৯ এপ্রিল ২০১৮, ১৬:৪৫

রোদ বৃষ্টিতে ছুটির বিকেল

বর্ষা মানেই মেঘ গুড় গুড় রিমঝিম বৃষ্টি। নীল রং আর বর্ষার ফুল, পাতা, নৌকার সাথে এই রোদ, এই বৃষ্টি। এখন সময়টাই এমন। ধুধু রোদের মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে শুরু করে। বাইরে থাকলে এই রোদ-বৃষ্টির খেলা উপভোগ করতে পারবেন।

ছুটির এই বিকেলে এমন পরিবেশের সাথে আপনার পোশাকের ধরনের ও রঙের মিল রাখুন। বৃষ্টির সাথে শাড়ির একটি দারুন মিল রয়েছে। আবার তা যদি হয় নীল রঙের তবে তো কথাই নেই।

ফুল-পাতার মোটিফে নকশা করা শাড়ি হতে পারে নীল বা তা হতে পারে সবুজ, কমলা, লাল। তবে নীল রঙকে প্রাধান্য দিয়ে বাটিক ও রংতুলির মাধ্যমে নকশা সালোয়ার কামিজ, শাড়ি, লং ফতুয়া ও ছেলেরা পাঞ্জাবি পরতে পারেন।

তবে তাতে থাকতে হবে প্রাকৃতির রঙের ছোঁয়া। মেয়েরা পরতে পারেন কাঁচের চুড়ি ও কপালে নীল টিপ। আর আপনার বৃষ্টিভেজা বিকেলটায় প্রিয়জনকে দিতে পারেন এক গুচ্ছ কদম। ফুলের সিগ্ধ ঘ্রানে সুন্দর কাটুক অবসরটুকু।

ছবি ইন্টারনেট

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত