ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

বর্ষাতেও ঘুরতে পারেন গোয়া বিচে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০১৮, ১৫:৪১

বর্ষাতেও ঘুরতে পারেন গোয়া বিচে

গোয়া মানেই সমুদ্র সৈকত। শীতের সময়টা পর্যটকের ভিড় থাকে সব চেয়ে বেশি এই সমুদ্র রাজ্যে। কিন্তু, এইবার বর্ষার সময় ঘুরে আসতেই পারেন গোয়া থেকে। দেখুন এমন ৯টি বিচের নাম।

অঞ্জুনা বিচ

পানাজি থেকে দূরত্ব ২১ কিলোমিটার। বিদেশি পর্যটকদের খুবই পছন্দ এই সৈকতটি।

বাগা বিচ

পানাজি থেকে দূরত্ব ১৯ কিলোমিটার। নানা ধরনের মজাদার খাবারের জন্য এই সৈকতটি জনপ্রিয়। ফলে পর্যটকরা ভিড় জমান এই বিচেই।

বেতুল বিচ

গোয়ার কিছু ঐতিহাসিক স্থাপত্য রয়েছে এই বিচে। ফলে সমুদ্রের পাশে ইতিহাসের ছোঁয়াও পাওয়া যায় এখানে।

কালাংগুতে বিচ

পানাজি থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে অবস্থিত এটি। পর্যটকরা সব থেকে বেশি ভিড় করেন এই বিচেই।

কোলবা বিচ

মারগাঁও থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে অবস্থিত। সমুদ্র সৈকত ছাড়াও এখানে রয়েছে ‘আওয়ার লেডি অফ মার্সি চার্চ’।

ডোনা পওলা বিচ

পানাজি থেকে মাত্র ৬ কিলোমিটার দূরত্বের এই বিচের খ্যাতি এখানকার ওয়াটার স্পোর্টসের জন্য।

মোবর বিচ

গোয়ার মারগাঁও থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরত্বে। যারা কেনাকাটি করতে ভালবাসেন তাদের জন্য এই বিচে রয়েছে প্রচুর দোকান।

পালোলেম বিচ

দক্ষিণ গোয়ার এই বিচের খ্যাতি তার সাদা রঙের বালির জন্য।

ভাগাতোর বিচ পাহাড়ি টিলায় ঘেরা এই বিচ, পানাজি থেকে প্রায় ২১ কিলোমিটার দূরত্বে।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত