ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

এখনো কেন সঙ্গীহীন?

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২০ অক্টোবর ২০১৮, ১৫:৩৮  
আপডেট :
 ২০ অক্টোবর ২০১৮, ১৫:৫০

এখনো কেন সঙ্গীহীন?

আপনি এখনো কেন সঙ্গীহীন? এটা কি ভেবে দেখেছেন। যদিও একা থাকাটা কোন মানসিক অসুখ না। আপনি একা আছেন এর অর্থ হচ্ছে সঠিক সঙ্গীর অপেক্ষায় আছেন। মিলিয়ে দেখুন তো এই বিষয়গুলো আপনার একাকীত্বের কারণগুলোর সাথে মিলে যাচ্ছে কিনা।

প্রাক্তনের প্রতি এখনো দুর্বলঃ

মানুষ সহজে অতীত ভুলতে পারে না, সম্পর্ক থেকে বের হয়ে এসেছেন কিন্তু ভালোবাসার মানুষটাকে ভুলতে পারছেন না এরকম হলে আপনি কখনই সামনে এগিয়ে যেতে পারবেন না। অতীতকে ভুলে আপনাকে বর্তমানকে গ্রহণ করতে হবে।

সরলতাঃ আপনি হয়ত অনেক সরল স্বভাবের মানুষ। ভাবছেন একারণে আপনাকে কেউ পছন্দ করবে না। কিন্তু আপনার জন্য অবশ্যই কেউ না কেউ আছে যে আপনার সরলতাকে আপন করে নিবে।

আদর্শ সঙ্গীর অপেক্ষায়ঃ আদর্শ সঙ্গীর অপেক্ষায় থেকে বেশি সময় নষ্ট করাটা ঠিক না। কারণ মানুষ কখন শতভাগ সঠিক হয় না।

মনের কষ্টঃ অতীতের সম্পর্ক থেকে অনেক বেশি দুঃখ পেয়ে থাকলে অনেকে সম্পর্কে জড়াতে চান না। নিজের মূল্যবান সময় নষ্ট না করে সঠিক সঙ্গী বেছে নিন।

আবেগ প্রবণতার অভাবঃ যার মনে আপনার জন্য ভালোবাসা আছে সে একান্তে সময় কাটাতে চাইবে কিন্তু আপনি বেশি আবেগহীন হলে তা আপনাকে সঙ্গীহীন করে রাখতে পারে।

অধিক চিন্তার কারণেঃ অনেকে সঙ্গী নির্বাচনে অনেক ভাবনা চিন্তা করেন। তাই সময় থাকতে সঠিক সঙ্গী নির্বাচন করে নিঃসঙ্গ জীবন থেকে মুক্তি নিতে হবে।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত