ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৫ মিনিট আগে
শিরোনাম

মিয়ানমারে আটক রয়টার্সের দুই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের

মিয়ানমারে আটক রয়টার্সের দুই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের

মিয়ানমারে আটক রয়টার্সের দুই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে দেশটির পুলিশ। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ভঙ্গের দায়ে বুধবার তাদের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করা হয়। এ অভিযোগ প্রমাণিত হলে তাদের ১৪ বছর পর্যন্ত জেল হতে পারে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইয়াঙ্গুন আদালতের এক বিচারক বলেন, ‘এদের বিরুদ্ধে একজন পুলিশ কর্মকর্তা স্টেট সিক্রেটস (অফিসিয়াল সিক্রেটস) অ্যাক্ট ভঙ্গের অভিযোগ দায়ের করেছে। তাদের মুক্তির জন্যে বিশ্ব আহ্বান সত্ত্বেও অভিযোগটি দায়ের করা হল।

গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে ইয়াংগন শহরের উপকণ্ঠে পুলিশের নিমন্ত্রণে রাতের খাবার আয়োজন করে তাদের ডেকে নেয়া হয়। এরপর তাদের আটক করা হয়। আটকের পর তাদের ১৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

  • সর্বশেষ
  • পঠিত