ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

খালেদার রায়ের কপি পড়ে অবাক মওদুদ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ২২:২২  
আপডেট :
 ২০ ফেব্রুয়ারি ২০১৮, ২২:২৫

খালেদার রায়ের কপি পড়ে অবাক মওদুদ

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়ার রায়ের কপি পড়ে অবাক হয়েছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি বলেন, রায়ের পাঁচ ভাগের চার ভাগই অবান্তর। এমনকি খালেদা জিয়ার বক্তব্যের একটি বাক্যে প্রশ্নবোধক চিহ্ন বাদ দিয়ে এর অর্থ বদলানো হয়েছে।

বিশেষ জেলা জজ আদালতের ওই রায়ের বিরুদ্ধে মঙ্গলবার বিকালে হাইকোর্টে আপিল দায়েরের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আগামী বৃহস্পতিবার খালেদা জিয়ার পক্ষে এ আপিল আবেদনের শুনানির দিন ধার্য রয়েছে।

খালেদা জিয়ার আইনজীবী মওদুদ বলেন, ‘মূল রায়টি আমরা পড়েছি। আমরা পড়ে অবাক হয়েছি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার ১ হাজার ১৬৮ পৃষ্ঠার রায়ে পাঁচ ভাগের চার ভাগ একেবারেই অবান্তর। সেগুলো কোনও গ্রাউন্ডস না, কিন্তু সবই দিয়েছেন বিচারক।

আদালতে দেয়া খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের বক্তব্যের যতিচিহ্ন বদলে এর অর্থ বদলের অভিযোগ করেন মওদুদ। তিনি সাংবাদিকদের বলেন, ‘একটা উদাহরণ দেই আপনাদের এবং আপনারাও টেলিভিশনে স্ক্রলিং করেছেন- বেগম জিয়া ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি তা স্বীকার করে নিয়েছেন। এটা মিথ্যা, সম্পূর্ণ অসত্য। একটি কথা আজকে রায়ের মধ্যে লিখে এবং সারা দেশের মানুষের মধ্যে প্রচার করা হলো, এটাও এই একই ষড়যন্ত্রের একটি অংশ।’

বিএনপির এই আইনজীবী বলেন, “বেগম জিয়া এক জায়গায় বক্তব্যে বলেছেন ‘অন্যায়ের প্রতিবাদ করলে নির্বিচারে গুলি করে। প্রতিবাদী মানুষদের হত্যা করা হচ্ছে। ছাত্র ও শিক্ষকদের হত্যা করা হচ্ছে। এগুলো কি ক্ষমতার অপব্যবহার নয়? ক্ষমতার অপব্যবহার আমি করেছি?’ সেই প্রশ্নবোধক চিহ্নটাকে উঠিয়ে দিয়ে এখানে একটা দাঁড়ি দিয়ে দিয়েছে।’ উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রশ্নবোধক চিহ্নটাকে তুলে দিয়ে সেখানে দাঁড়ি দিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বেগম জিয়ার মূল বক্তব্যে প্রশ্নবোধক চিহ্নটা আছে দাবি করে মওদুদ বলেন, ‘যখন বিচার হবে আমরা রেকর্ড কল করাব যাতে এটা পরীক্ষা করে দেখা যায়। কোনো আসামি এই পর্যায়ে গিয়ে বলতে পারে না তিনি নিজে ক্ষমতার অপব্যবহার করেছেন। সুতরাং এটা সম্পূর্ণভাবে অবাস্তব এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা হয়েছে তার ভাবমূর্তি নষ্ট করার জন্য।’

উচ্চ আদালতে আপিলে খালেদা জিয়া জামিন পাবেন বলে আশা করেন জ্যেষ্ঠ আইনজীবী মওদুদ। তিনি বলেন, ‘দুইটা আদালত আছে এ ধরনের মামলা শুনানি করার জন্য। আমরা সিনিয়র বেঞ্চে গিয়েছি। বিচারপতি এম ইনায়েতুর রহিম তিনি একজন সম্মানিত ব্যক্তি এবং আমরা সবাই তাকে শ্রদ্ধা করি। আমরা সেই সিনিয়র বেঞ্চে গেছি। আগামী বৃহস্পতিবার আমরা জামিন প্রার্থনা করব। ইনশাল্লাহ তার আপিল গ্রান্টেড হবে। সেদিন তিনি জামিনও পেতে পারেন।’

তার এই আশাবাদের কারণ হিসেবে মওদুদ বলেন, ‘বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে অপরাধের অভিযোগ আনা হয়েছে তা সাক্ষ্য-প্রমাণ দিয়ে প্রমাণ করা সম্ভব হয়নি বলে আমরা মনে করি। তিনি নির্দোষ এবং তিনি আপিলে খালাস পাবেন।’

তিনি বলেন, ‘আমরা মনে করি, খালেদা জিয়ার বিরুদ্ধে যে অপরাধের অভিযোগ আনা হয়েছে, এটা প্রমাণ করা সম্ভব হয়নি। তাই তিনি নির্দোষ। আপিলে খালাস পাবেন।

এস/এ/জে

  • সর্বশেষ
  • পঠিত