ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

বাপ-বেটা বাদ: বিকল্পধারার নতুন কমিটি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৮, ১২:৩২  
আপডেট :
 ১৯ অক্টোবর ২০১৮, ১৩:১০

বাপ-বেটা বাদ: বিকল্পধারার নতুন কমিটি

ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ না দেয়ার পর সাবেক রাষ্ট্রপতি এ কিউএম এম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারারও বিকল্প দাঁড়িয়ে গেল।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের বাইরে বিকল্পধারা বাংলাদেশের তিন নেতাকে বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণা করেন দলের সাবেক প্রেসিডিয়াম সদস্য নরুল আলম বেপারী। তিনি নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন। এবং অ্যাডভোকেট শাহ আহম্মেদ বাদল নিজেকে মহাসচিব ঘোষণা করেন।

তিনি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বি, চৌধুরী, আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীকে দল থেকে অব্যাহতি দেয়ার কথা বলেন।

শাহ আহম্মেদ বাদল বলেন, ‘বিকল্পধারার তিনজন বাদে সবাই আমাদের সঙ্গে আছেন। আমরা নতুন কমিটির প্রেসিডেন্ট ও মহাসচিবের নাম আজ ঘোষণা করলাম। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হবে।’

বাদল আরো বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে এই ঘোষণা দেশজাতিকে জানানোর জন্য আমরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলাম। কিন্তু দুঃখজনক হলো আমাদের বৈধ অনুমতি থাকলেও হঠাৎ করে কারও কালো ইসারায় আমাদের সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হল দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক। আজকে কিছু মানুষ রাতের অন্ধকারে সরকারের সঙ্গে আতাত করে মানুষকে বিপদে ঠেলে দিতে চায়। সে অবস্থায় বিকল্প ধারার নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আজ সকালে বিকল্প ধারার প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী, এমএ মান্নান ও মাহী বি. চৌধুরীকে অব্যাহতি দিয়ে আমি মহাসচিব শাহ আহম্মেদ বাদল ও নুরুল আলম বেপারীকে প্রেসিডেন্ট ঘোষণা করছি।’

বাদল বলেন, ‘দেশে অবাধ নির্বাচন জনগণের দাবি। এই দাবিতে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। আমরা বিকল্পধারার সকল নেতাকর্মী সিদ্ধান্ত নিয়েছি ঐক্যফ্রন্টের নেতৃত্বে আন্দোলনে অংশ নেব।’

তিনি বলেন, ‘এই ঘোষণার মাধ্যমে আমরা দাবি করছি, আপনাদের সামনে উপস্থিত আমরাই বিকল্পধারার মূল স্রোত। এর বাইরে অবস্থানকারীরা জন আকাঙ্খার বিরোধী শক্তি।’

‘জাতির সংকট মোকাবেলা করার জন্য এ অস্থায়ী কমিটির ঘোষণা করা হলো। যতদ্রুত সম্ভব দলীয় গঠনতন্ত্র মোতাবেক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। অন্তবর্তীকালীন এ সময়ে ঘোষিত অস্থায়ী কমিটি জাতীয় ঐক্যফ্রন্টের যে কোনো কর্মসূচিতে বিকল্পধারার একমাত্র বৈধ নেতৃত্ব বলে বিবেচিত হবে’ বলে জানান তিনি।

কেএস/ওয়াইএ/

  • সর্বশেষ
  • পঠিত