ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারত

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৮, ১১:০৭  
আপডেট :
 ৩০ জানুয়ারি ২০১৮, ১১:৩৫

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারত

আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ২০৩ রানে হারিয়েছে ভারত। এই জয়ে যুব বিশ্বকাপের ফাইনালে উঠলো রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। আগামী ৩ ফেব্রুয়ারি ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত।

ভারতের দেয়া ২৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ঈশান পোরেলের অসাধারন বোলিংয়ে মাত্র ৬৯ রানে অলআউট হয় পাকিস্তান।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে টস জিতে ব্যাট করতে নেমে ভারতকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার পৃথ্বী সাহ ও মানজাত কালরা। উদ্বোধনী জুটি থেকে আসে ৮৯ রান। পৃথ্বী ৪১ ও কালরা করেন ৪৭ রান।

দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন শুবম্যান গিল। এক প্রান্ত ধরে খেলে তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি। তবে অপর প্রান্তে নিয়মিত উইকেট হারানোয় ২৭২ রানে থামে ভারতের ইনিংস। সর্বোচ্চ ১০২ রান নিয়ে অপরাজিত থাকেন ওয়ান ডাউনে থাকা শুবম্যান।

২৭৩ রানের টার্গেটে নেমে শুরুতেই বিপদে পড়ে পাকিস্তানি ব্যাটসম্যানরা। কোন ব্যাটসম্যানই ইনিংস বড় করতে পারেননি। নাজির, শাদ খান এবং মোহাম্মদ মুসা করেন যথাক্রমে ১৮,১৫ এবং ১১। এছাড়া দলের বাকি ব্যাটসম্যানরা দুই অংকের ঘরে যাবার আগেই আউট হয়ে সাজঘরে ফিরে যান। মাত্র ১৭ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানকে প্রায় একাই ধসিয়ে দেন ঈশান।

  • সর্বশেষ
  • পঠিত