ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

এবার সৌদিতে আসছে টি-টেন লিগ!

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০১

এবার সৌদিতে আসছে টি-টেন লিগ!

ক্রিকেটের নতুন সংস্করণ টি-টেনকে বৈশ্বিক করতে দ্বিতীয় পদক্ষেপ হিসেবে বেছে নেওয়া হয়েছে সৌদি আরবকে। সব ঠিক থাকলে ১০ ওভারের ক্রিকেটের জমজমাট পরের আসরটি দেখা যাবে আরবেই।

গত ডিসেম্বরে শারজাহতে প্রথমবারের মতো বসে টি-টেন লিগ। সেটিই ছড়িয়ে পড়ছে এই মহাদেশের সব দেশে। টি-টেন লিগের চেয়ারম্যান শাজি আল মুলক জানিয়েছেন, সৌদি আরবকে টি-টেন লিগের পরবর্তী ভেন্যু হিসেবে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সৌদি আরবও এই ব্যাপারে দারুণ আগ্রহ দেখিয়েছে। প্রথম সুযোগই তারা টি-টেন লিগ আয়োজন করতে আগ্রহী।

টি-টেন লিগের জেনারেল ম্যানেজার মাজহার খান বলেছেন, ‘প্রথম ফাইনালটি ১৫,০০০ দর্শক মাঠে বসে দেখেছেন। মাঠের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আরো ৭,০০০ দর্শক স্টেডিয়ামের বাইরে খেলা দেখেছেন।’

ক্রিকেটে নতুন হলেও তবে ফুটবল খুব জনপ্রিয় সৌদি আরবে। দেশটির প্রধান খেলা বিবেচনা করা হয় ফুটবলকে। ১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠেছিল সৌদি আরবের জাতীয় ফুটবল দল।

  • সর্বশেষ
  • পঠিত