ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

কীভাবে বুঝবেন শিশুর কৃমি আছে?

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৮, ১৭:১১  
আপডেট :
 ০৮ অক্টোবর ২০১৮, ১৭:১৯

কীভাবে বুঝবেন শিশুর কৃমি আছে?

শিশুদের ছোট অসুখও বড়দের থেকে বেশি বিপদজনক। কারণ তারা চাইলেই সমস্যাগুলো প্রকাশ করতে পারেনা। শিশুদের যে রোগ খুব সচরাচর দেখা যায় তা হলো কৃমি। শিশুর কৃমি হলে তার লক্ষণ গুলো দেখে নিন।

আমাদের দেশে সাধারণত টেপ ওয়ার্ম, রাউন্ড ওয়ার্ম, হুক ওয়ার্ম ও পিন ওয়ার্ম বা থ্রেড ওয়ার্ম থেকে কৃমির ইনফেকশন হয়।

টেপ ওয়ার্মের লক্ষণ

বমিভাব ও বমি

খিদে না পাওয়া অথবা বারবার খেয়েও খিদে পাওয়া

ওজন কমা

জন্ডিস

থ্রেড ওয়ার্মের লক্ষণঃ

এই কৃমি রাতে পায়ুছিদ্রের কাছে চুলকানি সৃষ্টি করে। ফলে বাচ্চারা ঘুমাতে পারে না

প্রস্রাবে জ্বালা ও যন্ত্রণা হতে পারে।

হুক ওয়ার্মের লক্ষণঃ

শুকনো কাশি, শ্বাসনালিতে ইনফেকশন হয়। কৃমি ফুসফুসেও পৌঁছে যেতে পারে

অ্যানিমিয়া

ক্লান্তিভাব

বিভিন্ন ধরনের কৃমির জন্য দাঁত কিড়মিড় করা

চর্মরোগ রাতে বিছানায় প্রস্রাব

মলে রক্ত দেখা যায়

শিশুর বিরক্তি বাড়ে

সতর্কতাঃ

মাটিতে কিছু পড়ে গেলে মুখে দেয়ার অভ্যাস যাতে তৈরি না হয় সেদিকে নজর দেয়া জরুরি।

খাওয়ার আগে সবসময় ভাল করে হাত ধুতে হবে।

খালি পায়ে মাঠে বা পার্কে খেলা উচিত নয়।

ফল ও সবজি খুব ভাল করে ধুয়ে বাচ্চাকে খেতে দিন।

বাচ্চার জামাকাপড় ঠিকমতো পরিষ্কার রাখতে হবে।

বিছানা, বালিশ নিয়মিত পরিষ্কার করতে হবে।

কাদা বা পানিতে কৃমির ডিম বেশি পরিমাণে থাকে, তাই শুকনো জায়গায় খেলতে দিন।

বিশুদ্ধ পানি পান করাতে হবে। ফোটানো পানি খাওয়ালে তা ২০ মিনিট ধরে ফোটান।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত