ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

সাংবাদিক কিবরিয়া চৌধুরী জামিনে মুক্তি

  নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২০, ২০:০৬  
আপডেট :
 ০৬ জানুয়ারি ২০২০, ২২:০০

সাংবাদিক কিবরিয়া চৌধুরী  জামিনে মুক্তি

তথ্য প্রযুক্তি আইনে আটক করা জাতীয় অর্থনীতি পত্রিকার সম্পাদক এম জে কিবরিয়া চৌধুরীকে জামিনে মুক্তি পেয়েছেন । সোমবার বিকেল নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত -৬ জামিন দেন তাকে। এ সময় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা গ্রহণ ও আগামী গ্রেপ্তারে যথাযথ নিয়ম অনুসরণ না করায় সোনাইমুড়ি থানার ওসি আব্দুস সামাদ ও মামলার তদন্তকারী কর্মকর্তা রেজাউল হককে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ দেন বিচারক।

রবিবার রাতে রাজধানীর পল্টনস্থ দৈনিক জাতীয় অর্থনীতির পত্রিকা অফিস থেকে মতিঝিল থানা পুলিশের সহায়তায় তাকে আটক করে নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানা পুলিশ। তাকে আটক করার তথ্য নিশ্চিত করেন মতিঝিল থানা পুলিশ।

কিবরিয়া চৌধুরী দৈনিক জাতীয় অর্থনীতির পত্রিকার সম্পাদক। তার বিরুদ্ধে গত কয়েকদিন আগে সোনাইমুড়ি থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সামাদ।

এদিকে, কিবরিয়া চৌধুরীর স্ত্রী নাজমুন নাহার চৌধুরী রবিবার রাতে জানান, কিবরিয়া চৌধুরীকে অফিস থেকে আটক করে নিয়ে গেছে পুলিশ। এ সময় পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ জার্নাল / এমএম

  • সর্বশেষ
  • পঠিত