ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

মাদক মামলায় দুই নারীর ৪ বছরের কারাদণ্ড

  রূপগঞ্জপ্রতিনিধি

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২০, ১৬:০৭

মাদক মামলায় দুই নারীর ৪ বছরের কারাদণ্ড

রূপগঞ্জ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ২ নারীকে ৪ বছরে সশ্রমকারাদণ্ড ও ৫ হাজারটাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছে আদালত। এছাড়া অনাদায়ে আরও ৩ মাসের সশ্রমকারাদন্ডে দণ্ডিত করা হয়েছে । সাজাপ্রাপ্ত আসামীরাহলো- রূপগঞ্জ থানার চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকারমৃত. সাহাবুদ্দিন এর স্ত্রী রোসনা ওরফে রুসনী (৩৫) ও মো. আলী হোসেন এর স্ত্রী শিল্পী (৩০)।

বৃহস্পতিবার সকালে ৩ জন সাক্ষির সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানার আদালত আসামিদের অনুপস্থিতে এ রায়ের ঘোষণা দেন।

মামলার এজাহার সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনাকরে নিজ বসত ঘরে হেরোইন বেচা-কেনার সময় আসামিদের গ্রেপ্তার করেন পুলিশ। সে সময় তাদের কাছ থেকে ৪০ পুরিয়া হেরোইন উদ্ধারকরে।

এবিষয়ে বেঞ্চসহকারি জাহাঙ্গীর হোসেন বলেন, সাক্ষীদের সাক্ষ প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরূদ্ধে আনীত অভিযোগ গুলোসত্য বলেন প্রমাণিত হওযায় বিজ্ঞ আদালত আসামিদের ৪ বছরের সশ্রমকারাদণ্ড ও ৫ হাজারটাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের সশ্রমকারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • পঠিত