ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

‘একশ বছর আগের নদীগুলোও উদ্ধার করা হবে’

  হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২০, ২২:১১

‘একশ বছর আগের নদীগুলোও উদ্ধার করা হবে’

দখলদারদের কবলে পড়ে হারিয়ে যাওয়া একশ’ বছর আগের নদীগুলোও খুঁজে বের করে উদ্ধার করা হবে বলে জানিয়েছেন ‘জাতীয় নদী রক্ষা কমিশন’র চেয়ারম্যান মো. মুজিবুর রহমনা হাওলাদার।

শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত ‘নদী রক্ষায় নাগরিক সংলাপ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি বলেন, সারাদেশের নদ-নদী রক্ষায় জোরালো পদক্ষেপ গ্রহণ করছে ‘জাতীয় নদী রক্ষা কমিশিন’। চলমান উদ্ধার অভিযান অব্যাহত রাখার পাশাপাশি উন্নত প্রযুক্তির মাধ্যমে ১০০ বছর আগের নদীগুলো কোথায় ছিল, তা বের করে ফেলব। ‘স্পেস রিসার্স অর্গানাজেশন’র বিজ্ঞানীরা দেশের বিভিন্ন স্থানে গিয়ে স্যাটেলাইটের মাধ্যমে কোথায় কোথায় নদী ছিল তা বের করে ফেলবেন। সুতরাং কোথায় নদী ছিল তা স্থানীয়দের কাছ থেকে জানতে হবে না।

মুজিবুর রহমনা হাওলাদার বলেন, ইতোমধ্যে আমরা সারাদেশের ৪৯ হাজার ১৬২ জন অবৈধ দখলদারদের তালিকা প্রকাশ করেছি। আগামী এক বছরের মধ্যে এসব অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। যদি কোন জেলা প্রশাসন উচ্ছেধে ব্যর্থ হন তাহলে তাকে জবাবদিহিতা করতে হবে।

তিনি আরও বলেন, নদী রক্ষা কমিশনকে আরও শক্তিশালি করতে মহামান্য হাইকোর্টকে আহ্বান জানানো হয়েছে। যদি আমাদেরকে আরও শক্তিশালী করা হয় নিজেরাই সারাদেশে উচ্ছেদ অভিযানে নামব।

মুক্তিযোদ্ধাদের বিষয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধারা নদীর জায়গায় দখলে আছেন। জেলা প্রশাসন নাকি তাদেরকে বন্দোবস্ত দিয়েছে। জেলা প্রশাসন কিভাবে নদীর জায়গা মুক্তিযোদ্ধাদের বন্দোবস্ত দিয়েছে তার জবাবদিহিতা করতে হবে। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য জেলা-উপজেলার বিভিন্ন স্থানে সরকারিভাবে জায়গা দেয়া হচ্ছে। সুতরাং নদীর জায়গা তাদেরকেও ছাড়তে হবে।

নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান বলেন, অনেক চতুর প্রভাবশালী রয়েছে, যারা প্রথমে নদীর পাড়ে হতদরিদ্রদের আশ্রয় দেয়ার ব্যবস্থা করে। পরে সময়-সুযোগ বুঝে বিভিন্নভাবে তারা ওই জায়গাটি দখল করে নেন। সুতরায় সে বিষয়ে প্রশাসনকে কঠোর নজরদারি রাখতে হবে। দরিদ্র ভূমিহীনদের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। তাহলে কেন তারা নদী দখল করে বসবাস করবেন। তাদের সঠিক তালিকা সংগ্রহ করে অন্যত্র পূণরবাসনের ব্যবস্থা করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন।

এ সময় তিনি হবিগঞ্জের পুরাতন খোয়াই নদীতে প্রায় দুই হাজার কোটি টাকার ‘ঝিলমিল প্রকল্প’র বিষয়ে নদী রক্ষা কমিশনকে না জানানোর কারণে ক্ষোভ প্রকাশ করেন।

এর আগে শুক্রবার বিকেলে তিনি খোয়াই নদীর বিভিন্ন অংশ পায়ে হেটে পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নাগরিক সংলাপে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অমিতাব পরাগ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার সৈলেন চাকমা, জেলা পানি উন্নয় বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমএম সৌকত।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলের পরিচালনায় সংলাপে নদী রক্ষায় নিজেদের পরামর্শ তুলে ধরেন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত