ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

তাপসের সমর্থনে আনোয়ার খান মডার্ণ মেডিকেলে মতবিনিময়

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২০, ১৬:২১  
আপডেট :
 ২৫ জানুয়ারি ২০২০, ১৬:২৯

তাপসের সমর্থনে আনোয়ার খান মডার্ণ মেডিকেলে মতবিনিময়

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের সমর্থনে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে প্রতিষ্ঠানটির লেকচার গ্যালারিতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক ডা. এখলাসুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফজলুর রহমান, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হাবিবুজ্জামান চৌধুরী, পরিচালক ডা. জসিম উদ্দিন খান, কার্ডিওলজিস্ট অধ্যাপক কেএমএইচ সিরাজুল আলম, সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক এজেডএম মোস্তাক হোসেন তুহিন, অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এহতেশামুল হক, গাইনি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. শেহরিন এফ সিদ্দিকা, চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক জাকিয়া সুলতানা শহীদ, কমিউনিটি মেডিসিনের ডা. আতিক, ইএনটি বিভাগের অধ্যাপক ডা. আলমগীর চৌধুরী।

অনুষ্ঠান পরিচালনা করেন ডা. মৌসুমী শীল।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক ডা. এখলাসুর রহমান বলেন, আমাদের অনেক দাবি-দাওয়া আছে। আগামীতে শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হলে আশা করবো আমাদের সব দাবি-দাওয়া পূরণ হবে।

নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফজলুর রহমান বলেন, নির্বাচনে অনেক প্রার্থী বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। শেখ ফজলে নূর তাপসকে ভোট দিলে সব ধরনের প্রতিশ্রুতির বাস্তবায়নের সম্ভবনা বেশি। আমি মনে করি আসন্ন নির্বাচনে ঢাকাবাসী তাদের যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন।

উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হাবিবুজ্জামান চৌধুরী বলেন, মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস একজন যোগ্য ব্যক্তি। এরই মধ্যে তিনি সংসদ সদস্য হিসেবে যোগ্যতার প্রমাণ রেখেছেন। উনি কাজ করতে চান বলেই সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে মেয়র নির্বাচনে অংশ নিয়েছেন। আমি মনে করি আপনারা তাকে নিজে ভোট দেবেন এবং অন্যকে ভোট দিতে উৎসাহিত করবেন।

হাসপাতালটির পরিচালক ডা. জসিম উদ্দিন খান বলেন, প্রার্থী হিসেবে শেখ ফজলে নূর তাপসের তুলনা হয় না। তিনি আমাদের মডার্ণ পরিবারের লোক। আমরা আশাবাদী আসন্ন নির্বাচনে তিনি জয় লাভ করবেন।

এ সময় আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী, নার্স ও অনান্য স্টাফরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত