ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

২০ টাকার জন্য খুন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২০, ১৬:৩৮

২০ টাকার জন্য খুন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পাওনা ২০ টাকার জন্য কদবুত আলী (৬৪) নামে এক চানাচুর বিক্রেতাকে খুন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে বড়কাটা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র মতে, দোয়ারাবাজার উপজেলার বড়কাটা গ্রামে কদবুত আলী ও একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্বাস মিয়া চানাচুর বিক্রি করতেন। তারা ২ জন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চানাচুর বিক্রি করতেন। একদিন কদবুত আলীর কাছ থেকে ২০ টাকা ধার নেন আব্বাস। তারপর শনিবার দুপুরে আব্বাস মিয়ার কাছে পাওনা ২০ টাকা চাইতে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আব্বাস মিয়া মারধর শুরু করলে ঘটনাস্থলেই মারা যান কদবুত আলী।

পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং আব্বাস মিয়াকে আটক করে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম জানান, ২০ টাকার জন্য আব্বাস মিয়া ও কদবুত আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ২ জনের মধ্যে মারামারি শুরু হলে আব্বাস এলোপাতাড়ি মারধর করলে কদবুত আলী মাটিতে লুটিয়ে পড়ে মারা যান।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত