ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

‘প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও সুশাসনের অভাব শেয়ার বাজার ধ্বস’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২০, ১১:২৫

‘প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও সুশাসনের অভাব শেয়ার বাজার ধ্বস’

শেয়ার বাজার অর্থনৈতিক নিয়মে চললেও এর মধ্যে সুশাসনের অভাব ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার পাশাপাশি, প্রভাবশালী রাজনৈতিক দলেরও একটা প্রভাব রয়েছে। শনিবার বিবিসি বাংলাকে অর্থনীতিবিদ ও সেন্টাল ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এ কথা বলেন।

তিনি বলেন, শেয়ার বাজার নিম্নমুখী হওয়ার পিছনে বিভিন্ন কারণ রয়েছে, এতদিন এই প্রতিষ্ঠানের উপর কারও কোন নজরদারী ছিলো না। ভিতরে যারা থাকে, তারা সকল তথ্য জানে সুতরাং কোনো কোম্পানি উঠছে বা নামছে, সেটার তথ্য ফাঁস করে দেয়। এমনকি তারা আর্টিফিসিয়াল ভাবে ঐ শেয়ার গুলির দামগুলো বাড়িয়ে ফেলে।

তিনি আরো বলেন, এর প্রতিকারের জন্য প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে। দক্ষ এবং যোগ্য সম্পুর্ণ লোকদেরকে নিযুক্ত করতে হবে। বিচার ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। আমাদের সত্যিকারের দায়িত্ব পালন করতে হবে। মানুষকে সচেতন করার পাশাপাশি, প্রচারণাও বাড়াতে হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক শাকিল রিজভী বলেন, অনুমান, গুজব ধারণা না করে, কোম্পানী সর্ম্পকে সঠিক তথ্য যাচায়-বাচায় করে শেয়ার কিনতে হবে। আবার নতুন কী শেয়ার আসছে সেই দিকে খেয়াল রাখতে হবে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত